Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
AirtelBuzz
on 03/09/2024, 04:49:57 UTC
বাংলাদেশ ক্রিকেট টিম আরো একটি রেকর্ড করে ফেলার দারপ্রান্তে। বলা যায় না কি হবে।
ভাবছিলাম হয়তো আজকেই বাংলাদেশ জয় তুলে নিতে পারে বিশেষ করে ৪২ বলে ৪২ রানের স্কোর করে ফেলেছে। মোটামুটি বলা যায় ওডিআই স্টাইলে খেলা হচ্ছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে খারাপ আবহাওয়া ও লাইটের কারণে একটি সেশন বন্ধ করে খেলায় স্টাম্পিং করা হয়েছে। আগামীকাল যদি আবহাওয়া খারাপ হয়ে যায় এবং কোন সেশন যদি খেলা না হয় তাহলে ম্যাচ পরিত্যক্ত হয়ে যাবে। তাই আমি আপাতত কামনা করছি কালকে যাতে ভালো আবহাওয়া থাকে কেননা বাংলাদেশ এখন পর্যন্ত টেস্ট সিরিজ জিততে পারেনি এই সিরিজ যদি জিততে পারে তাহলে বাংলাদেশ কোন একটা দিক দিয়ে বিশ্ব রেকর্ড করবে। অনেক অনেক দোয়া রইল বাংলাদেশ টিমের জন্য যাতে বাংলাদেশ আগামীকাল একটি জয় এনে দিতে পারে।
দ্বিতীয় টেস্ট ম্যাচ যদি পরিত্যক্ত হয় এমনকি ড্র হয় তাহলে ও বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের গৌরব অর্জন করতে সক্ষম হবে। তবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে কেননা এর আগে পাকিস্তানকে কোন টেস্ট সিরিজে পরাজিত করতে পারিনি বাংলাদেশ অথচ এই সিরিজে পাকিস্তানকে ধবলধোলাইয়ের বা হোয়াইটওয়াশ করার সুযোগ এসেছে বাংলাদেশের কাছে। হয়তো সেই সুযোগটা কাজে লাগাতে ব্যর্থ হবে বাংলাদেশ কেননা ইতিমধ্যে সেখানে বৃষ্টি বাগড়া তৈরি করেছে। আজকের ম্যাচটি অর্থাৎ আজকের সেশন নিয়েও সন্দেহ রয়েছে কেউ না পাকিস্তানের আবহাওয়া অফিস জানিয়েছে যে আজকে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।