Post
Topic
Board Other languages/locations
Re: আগস্ট মাসের একটিভিটি ২০২৪
by
Bd officer
on 03/09/2024, 23:58:44 UTC
আজ পর্যন্ত বাংলাদেশ থ্রেডের সর্বোচ্চ ১০ জন পোস্টদাতাঃ
4. Bd officer [301]
বাহ আমি বাংলাদেশ লোকাল থ্রেডের সর্বোচ্চ ১০ জন পোস্টদাতার মধ্যে ৪র্থ নাম্বার হয়েছি। সত্যিই এই বিষয়টি আমার জন্য অনেক আনন্দের, এখানে আমার চেয়ে অনেক পুরনো মেম্বাররা রয়েছে তাদের চেয়ে আমি বেশি পোস্ট করে ফেলেছি। আমি যতটুকু পারি আমাদের লোকালে এক্টিভ থাকার চেষ্টা করি। যদি কোন বতুন ভাইয়েরা কোন বিষয়ে প্রশ্ন করে জানা থাকলে সমাধান দেওয়ায় চেষ্টা করি। আমিও কোন বিষয়ে না বুঝতে পারলে এই থ্রেডে প্রশ্ন করি সিনিয়র ভাইয়েরা সমাধান দেওয়ায় চেষ্টা করেন। সবার জ্ঞান সমান নয়, সবাই সব কিছু জানে না। তাই আমরা সকলেই একে অপরকে সাহায্য সহযোগিতা করব। যাইহোক, যারা টপ 10 এর মধ্যে রয়েছে সকলকে অভিনন্দন জানাই।




বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্য কার এই টেস্ট সিরিজে বাংলাদেশ দলের সবথেকে বড় প্রাপ্তি হল তাদের দলের খেলোয়াররা দুর্দান্তে ফর্মে রয়েছে। বাংলাদেশ ব্যাটিং এবং বোলিং উভয় ক্ষেত্রেই সমান দক্ষতা দেখিয়েছে। বিশেষ করে বাংলাদেশের ফার্স্ট বোলাররা চমৎকার বোলিং করেছেন হাসান মাহমুদ তার ক্যারিয়ারের প্রথম ফাইফার নেওয়ার কৃতিত্ব অর্জন করেছে তাছাড়া আরেক তরুণ বোলার নাহিদ রানা তিনিও অসাধারণ বোলিং পারফরম্যান্স করেছেন।
২য় টেস্টে ১ম ইনিংসের বাংলাদেশ দলের ব্যাটিং পারফরম্যান্স দেখে আমার খুবই খারাপ লেগেছিলো। বাংলাদেশের ২৬ রানে ৬ টি উইকেট পড়ে গিয়েছিলো, তখন মনে হলো সেই আগের বাংলাদেশ রইছে বাংলাদেশ কখনো ভালো খেলতে পারবেন না। শেষ পর্যায়ে মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাস দুজনে বড় জুটি গড়ে দলকে ভালো পজিশনে নিয়েছিলো। ২য় টেস্টে ব্যাটসম্যানদের চেয়ে বোলারদের অবধান বেশিই ছিলো।