Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
DYING_S0UL
on 09/09/2024, 11:34:53 UTC
Blum করতেছি রে ভাই কিন্তু ভেড়ার রাজ্যে বাছুর বড়। ভেবেছিলাম আমার চেয়ে বেশি হয়তো কারো নেই কিন্তু দেখে আমি সেই ভেড়ার পালে বাছুরের মত অবস্থা। এক লক্ষ দশ হাজার পয়েন্ট অর্জন করেছি ভাবছি অনেক তো অর্জন করে ফেললাম কিন্তু আশেপাশের পোলাপানকে এর চেয়ে বেশি অর্জন করতে দেখে এখন ভাবছি কিছু টিকিট রয়েছে সেগুলো খেলে দেখি কিছু অর্জন করতে পারি কিনা....
আর হাসায়েন না ভাই, আপনি ১ লাখ দশ নিয়ে হাউমাউ করেন আর এদিকে আমি জাস্ট ১০ হাজার নিয়ে পড়ে আছি। ১ লাখও কম না, আশা করা যায় ভালোই পাবেন। আমার এক বড়ভাই Blum করতেছে, হেতির লাখ লাখ পয়েন্ট, সকালে দেখালো ৩০০+ টিকিট, খালি নাকি দিতেই থাকে দিতেই থাকে। ট্যাপ করতে করতে হাত আধা পঙ্গু। তার উপর ১৫-২০ টা রেফার। চাচা চাচি নানা নানি যারেই পারছে তারে দিয়েই রেফার করায় নিসে, লল।






কোট....


যাইহোক শুনলাম ২০ তারিখে নাকি Blum এর কিছু একটা হতে যাচ্ছে বা হবে?

আমার কপাল খারাপ যেগুলো করি সেগুলোতে পেমেন্ট দেয় না। আর যেগুলেতে করিনা সেগুলোতে দিয়ে দেয়। Tapswap এর কথা মনে আছে? ঐটাতে আমার মিলিয়ন মিলিয়ন পয়েন্ট আছে। বাট শালারা কোনো ডেটই দিচ্ছে না। একে তো ডেট দেয়না তার উপর আবার বিভিন্ন পেইড ইভেন্ট দিয়ে লাখ লাখ TON হাতিয়ে নিচ্ছে। ডেইলি টাস্কও আছে। সেখানে আবার ইউটিউব ভিডিও দেখা লাগে। মিলিয়ন মিলিয়ন ভিউ এক এক টা ভিডিওতে। অনুন্ন দেশে আবার সেটা রেসট্রিক্ট করা, USA টাইপ দেশগুলো থেকে মেইবি দেখা যায়। ইভেন্ট থেকে টন, ইউটিউব থেকে এড রেভিনিউ, টেলিগ্রাম থেকে এড রেভিনিউ, আর কি লাগে!!!



(যখনই লেখা শেষ হয়, পোস্ট বাটনে ক্লিক করবো তখনই কারেন্ট যায় -__-)