আলহামদুলিল্লাহ! ভালো আছি। হ্যা, নতুন টেলিগ্রাম চ্যানেল খুলেছি। কিন্তু আমি সেখানে এখন তেমন কোনো পোষ্ট করছি না। সেখানে অন্য এডমিন রা পোষ্ট করছে। আমি প্ল্যান করতেছি তাদেরকে রিমুভ করে দিবো কারন আমি যেধরনের প্রজেক্ট শেয়ার করবো, বা করতে চাচ্ছি, তারা সেরকম ভাবে বেছে বেছে শেয়ার করার ধার ধারে না। নিজের ইচ্ছে মতো সব টেলিগ্রাম বটই প্রমোট করে যাচ্ছে। আমার আগের চ্যানেলের কোনো একসেস আমার কাছে নাই। নতুন চ্যানেলটা ভালো করে স্টার্ট করবো ভাবছিলাম,...
পেরা নাই ভাই, সময় নেন! আর লিংকটা একটু ইনবক্সে ফালায় দিয়েন আর যদি ফ্রেশ করে শুরু করতে চান সেক্ষেত্রেও জানায়েন। আমি কিছু গ্রুপে আছি, বাট সেগুলোতে রেফার পাওয়ার ধান্দায়, গরু-ছাগল, হাস মুরগী মানে যা পায় সব শেয়ার করে। টুকটাক ঘাটাঘাটি বা দেখে শুনে দেয়ার কোনো ব্যাপার নাই। এজন্য করিও না, ২-১ টা মনে চাইলে করি, এই আর কি!
রাইট ভাই, এলাকার কিছু পোলাপান আছে যারা রেফারেন্স কমিশন পাওয়ার জন্য এমন এমন প্রজেক্টের লিংক শেয়ার করে যেগুলোতে আজ পর্যন্ত কোন পেমেন্ট তো দূরের কথা আপডেট পর্যন্ত পেলাম না। আমি বেশ বিরক্ত হয়ে ঐসকল মেসেঞ্জার, টেলিগ্রাম গ্রুপ থেকে নিজেকে সরিয়ে এনেছি।
শুনছি Blum নাকি অনেক অনেক ভালো হবে?
কয়েকটা রেফার করেছিলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ঐ সকল রেফার করা ইউজার মনে হয় আওয়ামী লীগের এমপি মন্ত্রীর পোলাপান, টাকা পয়সা যা পাচার করছে তাতে করে জিন্দেগীতে কোন অভাব পড়বে না। আমার রেফার করা ইউজার শুধুমাত্র জয়েন হয়েছে কিন্তু আজ পর্যন্ত একটা পয়েন্টও কালেক্ট করেনি।
টেলিগ্রাম খুললেই দেখা যায় একদিনে চার-পাঁচটা গ্রুপে এড হয়ে গিয়েছে অটোমেটিক এটা খুবই বিরক্তিকর ব্যাপারটা হল টেলিগ্রাম বট এ প্রজেক্ট গুলো থেকে লোকেরা কয়েকটি পেমেন্ট পেয়ে এখন আরো উত্তেজিত সাথে রেফার করার উদ্দেশ্যে তারা সকল প্রজেক্ট শেয়ার করে। এটা খুবই হাস্যকর যে লোকেরা এই ট্যাপ প্রজেক্টে কাজ করার জন্য অনেক লোকেরা কিছু বুঝে না তারাও মোবাইল কিনে টেলিগ্রাম খুলে কাজ করা শুরু করে দিয়েছে।
আমিও এরকমটাই শুনেছি এবং এটি করেছি যদিও নিয়মিত করা হয় না তবে এই প্রজেক্টটি ভালো হবে মনে হচ্ছে এবং এখান থেকে অনেকেই ভালো কিছু পেমেন্ট পাবে আশা রাখা যায় আমিও এর মধ্যে রয়েছি। তবে আমি গতকালকে একটি গেঞ্জি প্রিন্টিং এর দোকানে গিয়েছিলাম সেখানে দেখলাম দুজন ব্যক্তি টি-শার্ট এর মধ্যে ব্লুমের লোগো এবং নাম লিখাইতাছে আমি তো দেখে হতভাগা হয়ে গিয়েছি।
তাদের কতটা আবেগ ব্লুম থেকে তারা বড় কিছু আশা করতেছে আমি তাদেরকে জিগিয়েছিলাম যে এই প্রজেক্ট কি ভালো হবে তারা আমাকে যেভাবে বলল এতে মনে হয় আমরা কিছু জানি না তারাই সবকিছু জানে প্রোজেক্টের মালিক তারা বলছে ব্লুমের মূল্য নাকি $০.৫০ এর ওপরে থাকবে আমিতো শুনে হতভঙ্গ হয়ে গিয়েছিলাম। যাই হোক তাদের কথাই তো আর এগুলো মানা সম্ভব নয় আমরা জানি তো যে কোন প্রজেক্ট কেমন হবে এবং কতটা দাম নিয়ে মার্কেটে প্রবেশ করবে, তাছাড়া এই প্রজেক্টটি ভালো হতে পারে কিন্তু লোকেদেরকে খুব একটা বেশি প্রফিট দেবে না সামান্য কিছু পাওয়া যেতে পারে।