Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Bd officer
on 12/09/2024, 04:16:40 UTC
আমি মনে করি আমাদের অ্যাক্টিভিটি শুধু এই মাসে বাড়ালে চলবে না সামনের কয়েক মাস ভালো করে তারপরে নতুন করে বোর্ড এপ্লিকেশনের জন্য টপিক খুলতে হবে। এবং আমাদের নিজেদের উচিত হবে এনোনিমাস থেকে ফোরামে বাংলাদেশীদের আকর্ষণ করা যেন আমাদের কমিউনিটি আরো বড় হয়।
হ্যাঁ, আমিও মনে করি কয়েক মাস এক্টিভিটি বাড়িয়ে নেওয়া উচিত। গতমাসে পোস্ট সংখ্য কম ছিলো। আমাদের লোকাল থ্রেডের অনেক ইউজার বর্তমানে এই থ্রেডে পোস্ট করা প্রায় বাদ দিয়ে দিয়েছে, একা কারো পক্ষে সম্ভব নয়। সকলকেই চেষ্টা চালিয়ে যেতে হবে। তাই সকলের প্রতি অনুরোধ থাকবে সকলেই এক্টিব থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, আমাদের কয়েক মাস চেষ্টা চালিয়ে যেতে হবে ভালো করার, তারপর আমাদের বোর্ড এপ্লিকেশন করা উচিত। আগামী ২০২৫ সালে নতুন বছর শুরুতে বোর্ড এপ্লিকেশনের জন্য টপিক খুললে কেমন হয় ভাই? 

পেরা নাই ভাই, সময় নেন! আর লিংকটা একটু ইনবক্সে ফালায় দিয়েন আর যদি ফ্রেশ করে শুরু করতে চান সেক্ষেত্রেও জানায়েন। আমি কিছু গ্রুপে আছি, বাট সেগুলোতে রেফার পাওয়ার ধান্দায়, গরু-ছাগল, হাস মুরগী মানে যা পায় সব শেয়ার করে। টুকটাক ঘাটাঘাটি বা দেখে শুনে দেয়ার কোনো ব্যাপার নাই। এজন্য করিও না, ২-১ টা মনে চাইলে করি, এই আর কি!
রাইট ভাই, এলাকার কিছু পোলাপান আছে যারা রেফারেন্স কমিশন পাওয়ার জন্য এমন এমন প্রজেক্টের লিংক শেয়ার করে যেগুলোতে আজ পর্যন্ত কোন পেমেন্ট তো দূরের কথা আপডেট পর্যন্ত পেলাম না। আমি বেশ বিরক্ত হয়ে ঐসকল মেসেঞ্জার, টেলিগ্রাম গ্রুপ থেকে নিজেকে সরিয়ে এনেছি।

শুনছি Blum নাকি অনেক অনেক ভালো হবে?
কয়েকটা রেফার করেছিলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ঐ সকল রেফার করা ইউজার মনে হয় আওয়ামী লীগের এমপি মন্ত্রীর পোলাপান, টাকা পয়সা যা পাচার করছে তাতে করে জিন্দেগীতে কোন অভাব পড়বে না। আমার রেফার করা ইউজার শুধুমাত্র জয়েন হয়েছে কিন্তু আজ পর্যন্ত একটা পয়েন্টও কালেক্ট করেনি।
আমিও শুনেছলাম blum অনেক ভালো হবে। যখন blum এ জয়েন করেছিলাম তখন LB ভাই বলেছিলেম Blum অনেক ভালো হবে, তার পর থেকেই LB ভাইয়ের কথা মতো মনোযোগ দিয়ে পয়েন্ট বাড়ানোর চেষ্টা করেছি। Blum ভালো হবে দেখে এলাকায় কিছু পোলাপান কে রেফার করেছিলাম, সেম আপনার মতো অবস্থা তবুও আমি প্রতিদিন রেফার থেকে ১০০-১৫০ মতো পয়েন্ট পাই। দেখা যাক দিনশেষে আমাদের কেমন প্রফিট দেয়।

Catizen অলরেডি লিস্টিং কনফার্ম হয়েছে। অনেক টেলিগ্রাম চ্যানেল থেকে শুনেছিলাম, ডেইলি চেকিং করা ছাড়া নাকী পেমেন্ট দিবে না। তাই ৩ দিন TON ফি দিয়ে চেকিং করলাম। দেখা যাক এখান থেকে কেমন প্রফিট দেয়।