Post
Topic
Board Other languages/locations
Re: শব্দের খেলা
by
Mahiyammahi
on 15/09/2024, 02:52:15 UTC

বাকিগুলোর দুইটার মধ্যে আরো একটার উওর আমি দিচ্ছি দেখেন হয়েছে কিনা। আর বন্ধুদের আমন্ত্রণ জানানোর বিষয়টা অবশ্যই বলবো তারা যদি পারে তাহলে আমরাও তাদের থেকে শিখলাম নতুন কিছু।

8. H_P_= HYPE মানে ব্যাপকভাবে প্রচারিত হওয়াকে বোঝায়। বাকি একটা (4) নাম্বার বাকি আছে এটা পারলাম না মানে হচ্ছে না আমার। দেখি অন্য কেউ উত্তর করে নাকি।



৪. যতক্ষন না অন্য কেও রিপ্লাই দিচ্ছে আপনি পোস্ট করার পর,  আপনি ২য় বার পোস্ট করতে পারবেন না।



১ম রাউন্ড শেষ করে দিতে হবে, যেহেতু আর একটি মাত্র উত্তর আছে। অবশ্যই ২টি করে উত্তর দিবেন। ১টি না দিয়ে, খেলার নিয়ম গিলো অনুগ্রহপূর্বক খেয়াল করবেন।
ধন্যবাদ