Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Mahiyammahi
on 16/09/2024, 11:44:23 UTC
1. M_ _A_A_K
2. _O_ _N_

1. METAMASK ( এটা একটা জনপ্রিয় ক্রিপ্টো ওয়ালেট যা MPC ওয়ালেট সাপোর্ট দেন)

2. SOLANA ( এটা একটা কয়েন সাথে একটা জনপ্রিয় চেইন বা ইকোসিস্টেম)

সঠিক উওর আপনাকে মেরিট সেন্ট করা হয়েছে। আপনার বন্ধুদের আমন্ত্রন করবেন আশা করছি।

Quote
এতো সহজ সহজ প্রশ্ন কেনো দেন ভাই/আপু  Cheesy প্রশ্নগুলো আরো কঠিন করেন  Kiss
আস্তে আস্তে গেম এর লেভেল হার্ড করার চেষ্টা করবো। আপনি বরং কঠিন গুলোর উত্তর দিয়ে সহজ গুলো বাকিদের জন্য রেখে দিন  Grin


ধন্যবাদ আপনাকে এই ধরনের গেমস আয়োজন করার জন্য। যদিও আমি ইনঅ্যাক্টিভ থাকার কারণে প্রথম দুইটি রাউন্টে অংশগ্রহণ করতে পারেনি তাই তৃতীয় রাউন্ডে অংশগ্রহণ করলাম।


আশা করছি আপনাকে পরবর্তি রাউন্ড গুলো থেকে পাবো

5. _A_ _ET (WALLET) [ ওয়ালেট কি এটা আমাদের মধ্যে সবাই জানে, যেখানে ক্রিপ্টো কারেন্সি সংরক্ষণ করা হয় তাকেই ওয়ালেট বলে, ওয়ালেট সাধারণত দুই ধরনের হয় একটা হলো হার্ডওয়ার ওয়ালেট এবং সফটওয়্যার ওয়ালেট ক্যাটাগরিতে ওয়ালেট আরো দুই ধরনের হয় সেটা হলো-  সেন্ট্রালাইজ ওয়ালেট এবং ডিসেন্ট্রালাইজ ওয়ালেট। ]
6. S_ _O_HI(SATOSHI)[সাতোশি নাকামতই হলো সেই পারসন যিনি এই ক্রিপ্টো কারেন্সি জগতের যাত্রা শুরু বিটকয়েন এর আবিষ্কার এর মাধ্যমে, যে রেভুলেশন ধীরে ধীরে বেড়েই চলছে।]

সঠিক উত্তর আপনাকে মেরিট সেন্ট করা হয়েছে, আপনার বন্ধুদের আমন্ত্রন করতে ভুলবেন না।


3. C_A_N_I_ _
7. I_ce_ _I_E_
3: CHAINLINK= ডিস্ট্রিবিউটর অরাকল নেটওয়ার্ক বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে এবং সেই তথ্যকে ব্লকচেইনে পৌঁছে দেয়।

7: INCENTIVIES= প্ররোচনা বা পুরস্কার। নির্দিষ্ট কাজ করতে বা আচরণ প্রদর্শন করতে উৎসাহিত করে।

সঠিক উত্তর, আপনাকে মেরিট সেন্ট করা হয়েছে। আপনার বন্ধুদের আমন্ত্রন করতে ভুলবেন না।

Quote
আপনার এবারের রাউন্ড সাজানো ব্যানারটা অনেক সুন্দর হয়েছে। এখন কুইজ গেম খেলার একটা ভালো সুন্দর দিক ফুটে উঠেছে। এভাবে ইউনিক একটা দিক নিয়ে চিন্তা করার কথা প্রথমে থেকে হলে আরো ভালো হতো। যাই হোক এরকম ইউনিকভাবে গেম রাউন্ড প্লে করলে দেখতে সুন্দর লাগে এবং অনেকে আকৃষ্ট হবে এটা প্রতি।


ধন্যবাদ আপনাকে,  আমি চেষ্টা করছি যতটা সম্ভব উন্নত করার। আর ফোরাম এর লোকাল ইউজার দের আবার ফোরামে যেন এক্টিভ হয়। তাই একটু মজার ছলে শিক্ষনীয় কিছু আমাদের ফোরামে কমতি ছিলো,  সেটাই চেষ্টা করেছি।