Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Mahiyammahi
on 17/09/2024, 18:48:55 UTC

Quote
সমস্যা হলো বাংলাদেশের কোনো লোকাল বোর্ড নাই। যাই পোস্ট করা সহ সব এক যায়গাতেই তাই সব জগাখিচুরি হয়ে যায়৷ তাই আমি আপনাকে পরামর্শ দিবো যে আস্তে ধীরে এই গেমের রাউন্ড চালান বাংলাদেশ টপিকটা কেনন যেনো একঘেয়েমি হয়ে গেছে। প্রতিটা রাউন্ড শেষ হবার পর অন্তত ১ সপ্তাহের গ্যাপ রাখেন তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে।
ধন্যবাদ আপনার সাজেশন এর জন্য, আমি এটা মাথায় রাখব।
Quote
3. S_ _rd_ _g (one word,  8 letters)

 Sharding (এটা একটা ডেটাবেস ব্যবস্থাপনা যেটা মূলত বড় বড় ডেটা ছোট আকারে ভাগ করার কাজ করে আমার জানা মতে এমনটাই কাজ করে) আমি CSE করার সময় এটা পড়েছিলাম  Cool

সঠিক উত্তর আপনাকে মেরিট সেন্ট করা হয়েছে।


2. Governance Token= "ক্রিপ্টোকারেন্সির টোকেন" যা ব্যবহারকারীদের একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মের বা প্রকল্পের পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেয়।

8. _a_k_t _a_ (two words, 9 letters)
8. MarketCap= ক্রিপ্টোকারেন্সির টোকেনের মোট বাজার মূল্যকে বজায়।

সঠিক উত্তর আপনাকে মেরিট সেন্ট করা হয়েছে।

Quote
ওরে ভাই চতুর্থ রাউন্ড পর্যন্ত এসে গিয়েছে আমি না প্রথম তিন রাউন্ড মিস করে ফেললাম।
দুঃখিত ভাইয়া রাউন্ড গুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার জন্য,  আশা করছি পরবর্তি রাউন্ড গুলোতে জয়েন করবেন। আর এইবার একটু সময় নিয়ে রাউন্ড গুলো দিব যাতে কেও মিস না করে

Quote
যাইহোক আপনাকে সাজেশন দিব যখন একটা ওয়ার্ড শেষ হয়ে যাবে আই মিন সেটায় আপনি বিজয়ী খুজে পাবেন তখন তার পেছনে মারকিং করে দেবেন সেটা শেষ হয়ে গিয়েছে। আমি আসলে খুঁজতে খুঁজতে কনফিউজ হয়ে যাই আমি যেটার জবাব দিচ্ছি সেটার জবাব হয়তো আরেকজন দিয়ে দিয়েছে।

ধন্যবাদ ভাইয়া সাজেশন এর জন্য,  আমি এখনো শিখছি। আশা করি ফোরাম এ সময় স্পেন্ট করলে আরেকটু গুছিয়ে নিতে পারবো নিজেকে আপনাদের সহায়তায়

Quote

6. Mad Lads NFT (3 words,  10 letters) ম্যাড ল্যাডস হলো ১০ হাজার এনিমি এবং পিকি ব্লাইন্ডার এর এনএফটি । বিস্তারিত এখানে

সঠিক উত্তর আপনাকে মেরিট সেন্ট করা হয়েছে। আমার ব্যাক্তিগত ভাবে  Mad Lads এর NFT গুলো খুব ভালো লাগে। কিন্তু এদের প্রাইজ গুলো অনেক বেশি হওয়ায় কেনার সামর্থ হয়ে উঠে নি৷ পরবর্তী তে যদি NFT এর সিজন শুরু হয় তাহলে এটা টপ গেইনার থাকবে + অনেক এয়ারড্রপ দিবে নিসন্দেহে।