Vanilla Finance টেলিগ্রাম বটে CONE ব্যবহার করে, শুধুমাত্র option ট্রেডিং করেন। আর লেভেল বাড়ান, কেননা আপনার লেভেল যত বেশি হবে তত বেশি এয়ারড্রপ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ধন্যবাদ ভাই আপনাকে!! ভাই এইটায় জয়েন হইলাম, Cone পয়েন্ট প্রায় ৪০০০ মতো আর্ন করেছিলাম। আমি কয়েকটা ট্রেড করলাম শুধু পয়েন্ট কমে আসতেছে। এই ট্রেডিং তো দেখি প্রায় জুয়ার মতোই লাগলো। এই বট থেকে ট্যাপ ট্যাপ করলে পয়েন্ট বেড়ে যায় এবং লেভেল ও বাড়ে। এইটা মনোযোগ দিয়ে করি দেখি কেমন প্রফিট পাওয়া যায়।
CONE দিয়ে ট্রেড করলে আপনার লেভেল আপ হবে যেমনটা বলেছিলাম যে, আমাদেরকে লেভেলবৃদ্ধি করতে হবে। আর এটি Option trading প্লাটফর্ম , অন্যান্য এক্সচেঞ্জের মতো SPOT কিংবা Leverage/margin/future ট্রেডিং প্লাটফর্ম নয়। আমি পোষ্টে বলে দিয়েছিলাম যে, আপনারা Delta neutral strategy টি ব্যবহার করতে পারেন। সহজ বাংলা কথায়, একই সময়ে LONG ও SHORT পজিশন নিবেন এবং যেটায় লাভ হবে, সেটি close করে দিবেন। যেহেতু option ট্রেডিং প্লাটফর্ম, সেহেতু ১০০% লাভের পরই পজিশনগুলো close কইরেন।
বটে সর্বোচ্চ ১০টি পজিশন তৈরি করা যায়, তাই একবারে ৫টি করে LONG/SHORT পজিশন খুলে বসে থাকবেন এবং নজরে রাখবেন কোনটায় লাভ হইতেছে। আর এটা জুয়া খেলার মতোই কেননা আপনি ১০ মিনিটের সময়ের মধ্যে বিড করতেছেন যে, মার্কেট বাড়বে নাকি কমবে।