Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Nothingtodo
on 09/10/2024, 20:50:10 UTC
ভাই আপনি ঠিকই বলেছেন কিন্তু ভাই আমরা দিন দিন মুসলিমদের মধ্যে পশ্চিমাদের রীতিনীতি ঢুকে যাচ্ছে ভাই। বিভিন্নভাবেই আমরা তাদের অনুসারী হয়ে যাচ্ছে। এটা আসলে কি হতে যাচ্ছে বুঝি না। আমাদের ঈমান খুবই দুর্বল আমরা দিন দিন পশ্চিমাদের রীতিনীতি গুলোকেই মেনে নিয়ে সামনে যাচ্ছি। আল্লাহ আমাদের ঈমানী শক্তি বাড়িয়ে দিক এবং আমাদের ভালো-মন্দ বোঝার তৌফিক দান করুক। আর যে কনটেস্ট চলতেছে সেটা অবশ্যই না করাই ভালো আমাদের মুসলিমদের জন্য। আপনি একটা ভাল ডিসিশন নিয়েছেন ভাই আপনি এটা করবেন না। আপনাকে ধন্যবাদ জানাই ভাই আমার ভালো লাগছে বিষয়টা। বাংলাদেশের অন্যান্য ভাইদের বলবো আপনারা বুঝে শুনে করবেন কারণ আপনাদের বোঝার ভালো ক্ষমতা আছে।
এরকম টা তো হবার কথাই ভাই। নবী মোহাম্মদ(সঃ) বলে গেছেন শেষ জামানায় ঈমান ধরে রাখা আর গরম কয়লা হাতের মধ্যে রাখা সমান হবে। যিনি আল আমিন হিসাবে মক্কার কাফিরদের কাছে পরিচিত ছিলেন উনার কথা তো মিথ্যা হতে পারেনা।

চারদিকে খেয়াল করলে বুঝা যায় কিভাবে খুব সহজভাবে আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। দিনের পর দিন আমাদের ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। পার্থিব লাভের আশায় মানুষ খুব সহজেই তার দ্বীন, ঈমানকে নষ্ট করে দিচ্ছে।
আল্লাহ আমাদের হেফাজত করুক
এটাই তো হচ্ছে। আমরা মুসলিম যারা আছি তারা আমাদের নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা পথ অনুসরণ করলে অনেক কিছুই করা যাবে না। বিশেষ করে আমরা বিভিন্ন পূজা মন্ডপে খেয়ালে হোক বা বেখেয়ালে হোক দেখতে যাই এটা আমাদের মুসলিম হিসেবে কতটুকু যুক্তিসঙ্গত সেটা আমার বুঝে আসেনা। পূজা মন্ডপে গেলে সামান্যতম হলেও মনের ভিতর আনন্দ পুলকিত হতে পারে এক্ষেত্রে মৈন সমর্থন চলে আসতে পারে যা আমাদের মুসলমান হিসেবে কখনো উচিত নয়। তবে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে ফিতনা, প্রথা, ও উৎসব এমনভাবে মিশে যাবে সেটা আলাদা করা খুব কষ্ট হয়ে যাবে যা ইদানিং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে বোঝা যায়। বিধর্মীদের বিভিন্ন অনুষ্ঠান আমাদের মুসলমান সমাজে ঘটা করে পালিত হয় যা শনাক্ত করা খুব কঠিন। পামকিন এর বিষয়টা ঠিক ঐরকম বোঝাই যাচ্ছে না এটা একটা আত্মাকে বিসর্জিত একটি উৎসব মাত্র যা মুসলমানদের জন্য নিষিদ্ধ ও কবিরা গুনাহের কাজ।