Post
Topic
Board Other languages/locations
Re: বিটকয়েন মেসেজ টুল - কমান্ড লাইন সাইনার ও ভে
by
DYING_S0UL
on 13/10/2024, 06:25:06 UTC
অরিজিনাল টপিক : Bitcoin Message Tool - command-line signer & verifier
কম বেশি আমরা সবাই মনে হয় ইলেকট্রাম ওয়ালেট ব্যবহার করি। বিটকয়েন কোর ব্যবহারকারীও আছেন এইখানে সম্ভবত। ইলেকট্রাম থেকেই আমরা যে কোন বার্তা সাইন করতে এবং ভেরিফাই করতে পারি। এই যে টুল শেয়ার করলেন এইটার এক্সট্রা কি সুবিধা আছে?

সত্যি কথা বলতে আমি নিজেও ইলেকট্রাম চালাই। আর সুবিধা অসুবিধার যদি কথা বলি তাহলে আমার চোখে আহামরি তেমন কিছু পড়তেছেনা। জাস্ট পার্থক্য হলো ইলেকট্রাম, বিটকয়েন কোর এসব GUI বেইসড আর এটা CLI বেইসড, ইন্টারফেস আলাদা। এছাড়া আরো কোনো সুবিধা আছে কিনা তা এই মুহূর্তে আমার জানা নেই, জানতে পারলে অবশ্যই জানাচ্ছি....



যাইহোক যেহেতু প্রকাশ্যে অনেক কিছুই বলে ফেলেছেন তো এর পর থেকে নজরে রাখুন সবকিছু । বাংলাদেশী আপনি LM , Sahsan ভাই এর DT তে আছে। ভবিষ্যতে হয়তোবা আরো হবে। বাংলাতে আগে তেমন DT ছিলনা তখন এগুলো হয়েছে সেটি মেনে নেওয়া যেত তো এখন এতগুলা DT থাকা সত্ত্বেও যদি এগুলো চলতে থাকে তাহলে গ্লোবালে আমাদের রেপোর্টেশন আরো শেষ হয়ে যাবে
প্রকাশ্যে শুধু এটুকই বললাম। বেশি কিছু বলতে গেলে থলের বিড়াল বেড়িয়ে আসবে। কালকে বড় ভাই আমাকে বলছিলো যে, কাদের এক্সপোজ করবেন? থুতু ফেললে সেটা নিজের গায়ে এসে পড়বে। এরা সবাই বাংলাদেশী। একটু কঠোর হলে পুরা কমিউনিটির ৭০% লোক নেগেটিভ ট্যাগ খেয়ে যাবে। এমনিতেই তো আমাদের কমিউনিটির মেম্বারদের কোনো রেপুটেশন নাই। কিন্তু আমি বিগত ১ বছর যাবৎ চেষ্টা করছি এগুলো বন্ধ হোক। সবাই সবার প্রতি ফেয়ার থাকুক। কোনো প্রকার এবিউজ না হোক।

আমি কয়েকদিন যাবৎ অনেককেই প্রাইভেট মেসেজ করে বুঝানোর চেষ্টা করছি। আমরা চাচ্ছিলাম নতুন বছরে লোকাল বোর্ড এর জন্য এপ্লাই করতে। কিন্তু এই সময়ে এসে যদি কমিউনিটির এমন অবস্থা হয়, তাহলে কেমনে কি হবে? প্রাইভেট মেসেজ করে কয়েকজন কে রিকোয়েষ্ট করেছি এগুলো আর না করার জন্য। কিন্তু প্রতিটা কন্টেষ্ট আসলে সবাই ঝাপিয়ে পড়ে মেরিট এবিউজ করার জন্য। মনে হয় এটাই রেংক আপ করার সুযোগ। কালকে রাতে আমি একদম ব্রেইনলেস হয়ে গেছি। মনে হচ্ছে আমাদের লোকাল থ্রেড দেশের একটা জেলা থেকেই কন্ট্রোল হচ্ছে। থেমস এর বাড়িও সেখানেই মনে হচ্ছে।

Z_MBFM রেপুটেশন শেষ হওয়ার কিছু নাই এখানে, কারণ থাকলে তো শেষ হবে। যেকোনো গ্লোবালকে জিগান বাঙালি কমিউনিটি নিয়ে আপনার চিন্তাধারা কি, বলবে আরে এরা তো চিটার।

LB আপাতত লোকাল বোর্ডের কথা বাদ দেও। এপ্লাই করলে উল্টা দেখবা জিনিসটা নিয়ে মকারি/কমেডি শুরু হয়ে গেছে। উল্টো ব্যাকফায়ার হয়ে যাবে।

লল, একটা জিনিস নোটিস করছো? আমার তোমার সতর্কবার্তা দেয়ার পর, মেনশন করা একজনও লোকালে কোনো পোস্ট করে নি যদিও গ্লোবালে ঠিকই করে যাচ্ছে, হয় চিপায় চাপায় বসে আসে, না হয় PM এ এসে কান্নাকাটি করতেছে।