যাইহোক যেহেতু প্রকাশ্যে অনেক কিছুই বলে ফেলেছেন তো এর পর থেকে নজরে রাখুন সবকিছু । বাংলাদেশী আপনি LM , Sahsan ভাই এর DT তে আছে। ভবিষ্যতে হয়তোবা আরো হবে। বাংলাতে আগে তেমন DT ছিলনা তখন এগুলো হয়েছে সেটি মেনে নেওয়া যেত তো এখন এতগুলা DT থাকা সত্ত্বেও যদি এগুলো চলতে থাকে তাহলে গ্লোবালে আমাদের রেপোর্টেশন আরো শেষ হয়ে যাবে।
প্রকাশ্যে শুধু এটুকই বললাম। বেশি কিছু বলতে গেলে থলের বিড়াল বেড়িয়ে আসবে। কালকে বড় ভাই আমাকে বলছিলো যে, কাদের এক্সপোজ করবেন? থুতু ফেললে সেটা নিজের গায়ে এসে পড়বে। এরা সবাই বাংলাদেশী। একটু কঠোর হলে পুরা কমিউনিটির ৭০% লোক নেগেটিভ ট্যাগ খেয়ে যাবে। এমনিতেই তো আমাদের কমিউনিটির মেম্বারদের কোনো রেপুটেশন নাই। কিন্তু আমি বিগত ১ বছর যাবৎ চেষ্টা করছি এগুলো বন্ধ হোক। সবাই সবার প্রতি ফেয়ার থাকুক। কোনো প্রকার এবিউজ না হোক।
আমিও সবসময় তাই চাই কেউ যদি তার মূল্যবান সময় এখানে ব্যয় করে ভালো কিছু করতে পারে তাহলে করুক এটি তার অ্যাচিভমেন্ট আমি এটির প্রশংসা করি। তবে তাই বলে মেরিট অ্যাবিউজ করবে এটা ফোরামের রুলস এর বিরুদ্ধে। বলতে গেলে অনেক কিছুই বলতে পারি হয়তো বা আমি আপনার থেকে অনেক বেশি কিছুই জানি তবে বলি না এ কারণেই সবাই পরিশ্রম করতেছে এভিউজ করার জন্যও পরিশ্রম করতে হয় সময় ব্যয় করতে হয়। সবাই অনেক কষ্ট করে অনেক সময় ব্যয় করে একাউন্ট একটি পর্যায়ে নিয়ে গেছে তাই আমি চাই তারা প্রত্যেকেই তাদের অ্যাকাউন্টগুলোকে শক্তভাবে টিকিয়ে রাখুক। তবে যদি নিজেই নিজের ক্ষতি চায় তাহলে তো কিছু বলার নেই। এখানে আমি কাউকে ব্যক্তিগতভাবে কিছু বলি না যা বলি সবার উদ্দেশ্যে তবে যদি কারো ব্যক্তিগতভাবে আঘাত লাগে এবং সে তার কারণে উল্টো কারো ক্ষতি করতে চায় সেক্ষেত্রে সেও পার পাবে না। আমরা সবাই বাঙ্গালী আমি চাই সবাই মিলেমিশে একটি শক্তিশালী কমিউনিটি তৈরি করুন যেন একটা লোকাল বোর্ড পাওয়া যায়। এবং এই ফোরাম এর মধ্যে বাংলাদেশের একটি ভালো সুনাম থাকে। অতীতে কি করছে সেটি জানার আগ্রহ কিংবা সময় কোনোটিই আমার নেই আমি বলব আজকে এই মুহূর্ত থেকে সবাই সতর্ক হয় এবং একটি বৈধ উপায়ে কোন প্রকার অ্যাবিউজ না করে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে ভালো কিছু করি তাতে একাউন্টের সাথে সাথে রেপুটেশনটাও গড়ে উঠবে। এটি সবার উদ্দেশ্যে বলছি সবাই মাথায় রাখবেন যদি কেউ কারো পিছনে লাগেন তাহলে আপনি সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। যুদ্ধ করে হয়তো বা কেউ একজন দিতে যাবে তবে উভয়পক্ষ রক্তাক্ত হবে এটা মাথায় রাখবেন। আশা করি প্রত্যেকে এই বিষয়টি বুঝতে পেরেছেন।
আমি কয়েকদিন যাবৎ অনেককেই প্রাইভেট মেসেজ করে বুঝানোর চেষ্টা করছি। আমরা চাচ্ছিলাম নতুন বছরে লোকাল বোর্ড এর জন্য এপ্লাই করতে। কিন্তু এই সময়ে এসে যদি কমিউনিটির এমন অবস্থা হয়, তাহলে কেমনে কি হবে? প্রাইভেট মেসেজ করে কয়েকজন কে রিকোয়েষ্ট করেছি এগুলো আর না করার জন্য। কিন্তু প্রতিটা কন্টেষ্ট আসলে সবাই ঝাপিয়ে পড়ে মেরিট এবিউজ করার জন্য। মনে হয় এটাই রেংক আপ করার সুযোগ। কালকে রাতে আমি একদম ব্রেইনলেস হয়ে গেছি। মনে হচ্ছে আমাদের লোকাল থ্রেড দেশের একটা জেলা থেকেই কন্ট্রোল হচ্ছে। থেমস এর বাড়িও সেখানেই মনে হচ্ছে।
আমি হঠাৎ করে মধ্যরাতে কিছু শুনলাম যা আমাকে অবাক করল এবং একই সাথে হাসালো। যাই হোক সবাই যার যার যোগ্যতা দিয়ে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে ভালো কিছু করুক এটি শুধুজে তার একার জন্য ভালো তা নয় বাংলা কমিউনিটের জন্যও ভালো যার কারণে আমি প্রত্যেকের সাকসেসের অনেক প্রশংসা করি তাই বলে চিট করে পরীক্ষায় গোল্ডেন পাওয়া যাবে না অবশ্যই গোল্ডেন পেতে হবে নিজের মাথা দিয়ে নিজের জ্ঞান দিয়ে। নকল করে চিট করে কেউ যদি ধরা না পড়ে গোল্ডেন পায় তাহলে ভালো আমি তার প্রশংসা করব তবে ধরা পড়লে এক্সপেল হতে হবে এটা সবার মনে থাকা জরুরী।
কনটেস্টে অংশগ্রহণ করুক এটা কোন সমস্যা নয় আমি এটিকে সমস্যা মনে করি না। অনেক বড় বড় গ্লোবাল মেম্বাররাও এখানে অংশগ্রহণ করে কারণ এখানে বিটকয়েনের একটি পুরস্কার রয়েছে। কনটেস্ট অংশগ্রহণ করে মেরিট পাক এটা অনেক ভালো আমি সাপোর্ট করি তবে নিজের মাল্টি অ্যাকাউন্ট দিয়ে সেখানে মেরিট দেওয়াটা কোনভাবেই আমি সাপোর্ট করিনা। আর আমি প্রকাশ্যেই বলছি আমার চোখে যদি এমন কিছু পরে আমি তাকে সরাসরি রেড ট্যাগ দিতে বাধ্য হব। কারণ এত বার বার এত কিছু বলার পরও যদি কেউ এরকম করে তাকে বারবার ছেড়ে দেওয়া উচিত বলে আমি মনে করি না।