Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
DYING_S0UL
on 13/10/2024, 19:40:38 UTC
সত্যি কথা বলতে আমি নিজেও ইলেকট্রাম চালাই। আর সুবিধা অসুবিধার যদি কথা বলি তাহলে আমার চোখে আহামরি তেমন কিছু পড়তেছেনা। জাস্ট পার্থক্য হলো ইলেকট্রাম, বিটকয়েন কোর এসব GUI বেইসড আর এটা CLI বেইসড, ইন্টারফেস আলাদা। এছাড়া আরো কোনো সুবিধা আছে কিনা তা এই মুহূর্তে আমার জানা নেই, জানতে পারলে অবশ্যই জানাচ্ছি....
ধুর মিয়া আপনি আবার কি কন, CLI বেইসড ইন্টারফেস আবার কবে সুবিধা হইলো। CLI  এর অসুবিধা এর জন্য মানুষ GUI বেইসড ইন্টারফেস এর আবিষ্কার করল আপনি আবার সেই প্রাচীনকালে চইলা যান।

তবে ভাই এটা অস্বীকার করা যাবে না CLI বেইসড ইন্টারফেস ওয়ালা অ্যাপ্লিকেশন বলুন বা অপারেটিং সিস্টেম বলুন এগুলোর সুবিধা হল এরা লো কনফিগারেশনেরেও ভালো কর পারফরম্যান্স করতে পারে। তবে এটা যারা কোডিং প্রোগ্রামিং এর সাথে যুক্ত আছেন তাদের জন্য উপযুক্ত সবার জন্য না।
আচ্ছা এখানেই আবার রিপ্লাই দেই, PM এ মেইবি ঠাডা পড়ছে।

আমি কখন বল্লাম CLI তে সুবিধা, GUI তে অসুবিধা? যারা CLI প্রেফার করে এডভান্স ইউজার তাদের জন্য মূলত এটা। আর নিচে যা বল্লেন সেটা ঠিক অবশ্য, CLI তুলনামূলক ভালো পারফরমেন্স দেয়, GUI তুলনায়। লাস্ট লাইনে মেইবি ভুল বোঝাবুঝি হইছে, LM ভাই আমাকে আস্ক করছিলো, এই টুলটার একট্রা কি সুবিধা আছে, সেটা উত্তরে আমি বলছিলাম যে এই মুহূর্তে আমার জানা নাই, জানতে পারলে জানাচ্ছি, এখানে আমি CLI বা GUI এর সুবিধা অসুবিধার কিছু মিন করি নাই।



Rust কোডিং সহ যাবতীয় কোড লেখার জন্য আমি আমি Visual Studio Code (VS Code) ব্যাবহার করি । আপনি চাইলে Visual Studio Code (VS Code) ছাড়াও আরো অনেক এডিটর আছে অইগুলা ইউজ করতে পারেন।
ধুর মিয়া আপনি আবার Sublime Text রে ম্যানশন করছেন ডিপ্লোমা এর কলেজ লাইফে একটা কাইসসা স্যাইন্সট্রাক্টর ছিল সে বুঝতো না বালের মাথা খালি করতো হাতা পাতা, আর সেই ইন্সট্রাক্টর Sublime Text করাইতো আমার কাছে জঘন্যতম একটা কোড এডিটর,
তবে ইস্ট অর ওয়েস্ট VS Code ইস দ্যা বেস্ট, এমন কোন প্লাগইন খুঁজে পাবেন না  যা এখানে নাই।
[/quote]
তাও ভালো লিস্টে Notepad বলে নাই, আমাদের যখন শেখানো হইছিল তখন Codeblocks এর জামানা ছিলো, এখন সবাই VS code চালাই।