আচ্ছা এখানেই আবার রিপ্লাই দেই, PM এ মেইবি ঠাডা পড়ছে।
আমি কখন বল্লাম CLI তে সুবিধা, GUI তে অসুবিধা? যারা CLI প্রেফার করে এডভান্স ইউজার তাদের জন্য মূলত এটা। আর নিচে যা বল্লেন সেটা ঠিক অবশ্য, CLI তুলনামূলক ভালো পারফরমেন্স দেয়, GUI এর তুলনায়। লাস্ট লাইনে মেইবি ভুল বোঝাবুঝি হইছে, LM ভাই আমাকে আস্ক করছিলো, এই টুলটার এক্সট্রা কি সুবিধা আছে, সেটা উত্তরে আমি বলছিলাম যে এই মুহূর্তে আমার জানা নাই, জানতে পারলে জানাচ্ছি, এখানে আমি CLI বা GUI এর সুবিধা অসুবিধার কিছু মিন করি নাই।

পিএম এ অলরেডি রিপ্লাই দিয়ে দিয়েছি কোন জায়গায় আপনি সুবিধার কথা বলছিলেন যাইহোক এখন বুঝলাম ভুল বুঝাবুঝি হইছে। বাট সুবিধার কথা কিন্তু কইছিলেন

ধুর মিয়া আপনি আবার Sublime Text রে ম্যানশন করছেন ডিপ্লোমা এর কলেজ লাইফে একটা কাইসসা স্যাইন্সট্রাক্টর ছিল সে বুঝতো না বালের মাথা খালি করতো হাতা পাতা, আর সেই ইন্সট্রাক্টর Sublime Text করাইতো আমার কাছে জঘন্যতম একটা কোড এডিটর,
তবে ইস্ট অর ওয়েস্ট VS Code ইস দ্যা বেস্ট, এমন কোন প্লাগইন খুঁজে পাবেন না যা এখানে নাই।
কোড এডিট করতে জানলে এডিটর কোনো ফ্যাক্ট না। খাতার সাদা পাতায় ও কোড লেখা যায়। আমি অনেক ক্ষেত্রে এখনো Notepad++ ব্যাবহার করি। অনেক সিনিয়র কোডার আছে যাদের সামনে আমার মতো সাধারন কোডার এর টাইম নাই তারা এখনো Notepad++ ব্যাবহার করে। যার যেটা পছন্দ সেটাই সে ব্যাবহার করবে, এটা হলো যার যার ব্যাক্তিগত পছন্দ।
কথা ঠিক, কোডিং করতে জানলে এডিটর ফ্যাক্ট না।
কিন্তু ভাই কোন সিনিয়র কোডার রয়েছে ভাই নামটা একটু বলেন তারে একটু দেখি যে এই যুগে যদি note++ করে সে মানুষ না ভাই মানুষের চাইতে উচ্চ লেভেল এ রয়েছে।
(এখানে ভাই আমার কথার মিনিং হচ্ছে "কাজকে সুবিধা করা" আর "সময় বাঁচানো" এটা না যে কে কি রকম কোডার বা কত বড় কোডার। )
ভাই "সময় অনেক দামি জিনিস" দুনিয়া যত আপগ্রেড হচ্ছে তত সময়ের দাম বাড়তেছে আর তাই বেশিরভাগ মানুষ এখন সময় বাঁচায় এমন সব কোড এডিটর বা কম্পাইলার ব্যবহার করতেছে। আর এর মধ্যে VS code একটা রেভুলেশন।
ভবিষ্যতে তো দেখবেন কোডিংও করতেছে না জাস্ট কমান্ড দিতেছে কোডাররা। অলরেডি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কে ব্যবহার করে এটা করা স্টার্ট হয়ে গিয়েছে, আমার নিজের অনেক প্রোগ্রামার বন্ধু রয়েছে যারা বড় বড় আইটি কোম্পানিতে জব করতেছে ওরা
সময় বাঁচানোর জন্য আর
কাজকে আরো সহজ করার জন্য এ আই ব্যবহার করে।