এখন এই বোর্ডের অভিজ্ঞদের পরামর্শ চাচ্ছি এখন কোন কয়েনে বিনিয়োগ করলে সেরা হবে নাকি বিটকয়েনের দাম বৃদ্ধি পাওয়ার আগে বিনিয়োগের সেরা সময় ছিল। এখনো কি বিনিয়োগের সেরা সময় রয়েছে?
........
এটা খুবই ভালো যে WW ভাই আপনি বিটকয়েনে বিনিয়োগ করেছেন। আসলে ক্রিপ্টো মার্কেটে সবচেয়ে বিশ্বস্ত কয়েন হলো বিটকয়েন।
এখন ভাই বিনিয়োগ সবাই করতে পারে কিন্তু সবাই দীর্ঘদিন হোল্ড করতে পারে না। বিটকয়েনে বিনিয়োগ করতে হলে প্রথমে পরিকল্পনা থাকতে হবে দীর্ঘদিন হোল্ড করা, কারন যদি কেউ বিটকয়েনে বিনিয়োগ করে দীর্ঘদিন হোল্ড করতে না পারে, তাহলে দেখা যাবে সে মার্কেট কিছুটা ডাউন হলে আতঙ্কিত হয়ে লোকসানে বিক্রি করতে বাধ্য হতে পারে। বিটকয়েনে বিনিয়োগ করতে চাইলে আপনি যেকোন সময় বিনিয়োগ করতে পারেন কিন্তু পরিকল্পনা থাকতে হবে লং টাইম হোল্ড করা।
আসলে ভাই বিনিয়োগের অভ্যাসটা আমার মোটামুটি আগে থেকেই ছিল কিন্তু আসলেই ইকনোমিক সমস্যার কারণে দেখা যায় যে করা হয় না বিনিয়োগ। কিন্তু ভাই আমি এখন যে বিনিয়োগ গুলা করি সেগুলো দীর্ঘ সময়ের জন্যই কারণ এখন আমার পিছুটান নেই বললেই চলে আমি এখন নিজে টিউশন করিয়ে চলি আমার দেখা যায় যে টিউশন করিয়া যে টাকা পাই সেটা দিয়ে আমার খুব সুন্দর ভাবে চলে যায় বাসা ভাড়া এবং আমার ভার্সিটির টুকটাক যে সব খরচ সব সুন্দরভাবেই চালাতে পারি সেজন্য ভাই এখন আমার এয়ারড্রপ থেকে যে ইনকাম আসে বা আমি এসিও করার মাধ্যমে যে টাকা ইনকাম করি এই টাকাগুলো আমার জমানো থাকে সেজন্য ভাই আমি ডলার বসিয়ে না রেখে অল্প অল্প করে কিছু কিছু বিনিয়োগ করার চেষ্টা করি ভাই।
আমি আজকে আপনাদের মাঝে আমার ২০২২ সালের যখন আমি এয়ার্ডপ শুরু করি তখনকার একটা হিস্টোরি শেয়ার করি। তখন আমি মোটামুটি লেভেলের ট্রেডিং শিখি সেখানেও লস খাই তারপরে আবার কয়েন মার্কেট ক্যাপ সম্পর্কে একটা আইডিয়া হল আমি ফলো করতাম সব সময় নতুন নতুন যে কয়েন গুলো ওখানে আসতো সেই কয়েনগুলো আমি পাঁচ ডলার বা ১০ ডলার এরকম করে কিনতাম ভাবতাম পরে যদি দাম বাড়ে তাহলে আমি এগুলো সেল করে দিব এরকম চিন্তা ভাবনা ছিল আমার তখন। সেই সময়ের আমার অনেক টোকেন কেনা রয়ে গেছে যেগুলো এখন অনেক কম দামে রয়েছে আমি আপনাদের কিছু টোকেনের নাম বলতেছি যেগুলো আমার এখনো ট্রাস্ট টয়লেটে রয়ে গেছে দেখে নিন কি পরিমান আমি টোকেন এক্সচেঞ্জ করে ট্রান্সলেটে রেখেছিলাম হোল্ড হিসেবে।
আমার কাছে এখনো এই টোকেন গুলা আছে।
এগুলোর দাম বাড়েও না কখনো আমার আর চালান টা ওঠেনা আমার মোটামুটি ৫০-৬০ ডলার এখানে লস হয়েছে যেটা আর কোনদিনও ওঠেনি সেজন্য আমিও ভাবি রেখে দিয়েছি আর কোন কিছু করিনি এগুলো। এগুলো আর সেল দিবো না থাকুক এমনি পড়ে থাকো যতদিন থাকে এমনি থাকো এইটা ভেবে আর কিছু করি না ওমনি রেখে দিয়েছি।
যদিও এই দুই বছরে বেশ কয়েকবার আমাকে বড় আকারে বিটকয়েন সেল করতে হয়েছে বিজনেস এক্সপান্ড করার জন্য। কষ্টের ব্যাপার হলো রিয়েল লাইফ বিজনেস এখনো স্ট্যাবল করতে পারিনি। প্রতি মাসেই লস দিয়ে দিয়ে এখন লোকেশন চেঞ্জ করছি। এখানেও আরো কয়েক লাখ টাকা লেগে যাবে, যেটা লোন নিয়ে করতে হচ্ছে। আমার রিয়েল লাইফে ইনভেস্ট গুলো লস প্রজেক্ট মনে হচ্ছে। এখন মনে হচ্ছে আমি যদি এখনো সব গুলো বিটকয়েন হোল্ড করতাম, তাহলে বেশ ভালো একটা রিটার্ন আশা করতে পারতাম।
ভাই আপনার বিজনেস এখনো স্ট্রাবল করে নিয়ে দাঁড়াতে পারেননি এটা নিয়ে খারাপ লাগলো কিন্তু ভাই আমি একটা বিষয় বুঝতে পারতেছি না আপনি কি রকমের বিজনেস সিস্টেম করতেছেন যেটা থেকে প্রতিনিয়ত লস হচ্ছে আপনার। তবে ভাই সবকিছু বুঝে শুনে একটা ভালো জায়গায় দোকান নেন দোকান নিয়ে আস্তে আস্তে শুরু করেন তাহলে হয়তো ভালো হবে কয়েকদিন পরে পরে যদি চেঞ্জ করেন তাহলে দেখা যাবে যে আপনার কোন প্রফিট আসতেছে না ভালো একটা ফরোয়ার্ড জায়গায় যদি পারেন দোকান নিয়ে বিজনেসটা শুরু করেন তাহলে ভালো হবে ভাই। বিজনেসে আল্লাহ সবচেয়ে বেশি বরকত দান করে আশা করি আপনার বিজনেসও ভালো হবে হতাশ হবেন না ভাই বিজনেস করলে হতাশ হওয়া যাবে না আশা করি আপনার বিজনেসের যাত্রা পরবর্তী সময়ে শুভ হবে।
যারা ফোরামে আছেন, আপনারা নিজেদের পোষ্ট কোয়ালিটি তে একটু নজর দেন, ভালো ক্যাম্পেইনে থাকতে পারলে ভালো পেমেন্ট পাবেন। আর এটা লম্বা সময় ধরে হোল্ড করার প্ল্যান করতে পারেন। আপনাদের ভবিষ্যৎ সুন্দর হবে। আমি একই পথে হাটতে চাই।
বাই পোস্ট কোয়ালিটি ভালো করার ব্যাপারে যেটা বলেছেন এটা অনেক সুন্দর কথা বলেছেন ভাই কিন্তু ভাই বর্তমান সময়ে আমি যে ক্যাম্পেইনে আছি খুবই চ্যালেঞ্জিং একটা ক্যাম্পেইনে আছি ভাই. প্রত্যেক সপ্তাহে একটা করে মেরিট আর্ন করতেই হবে, না হলে আমি পেমেন্ট পাবো না। যদিও আমি নতুন আমার কাছে প্রচুর চ্যালেঞ্জিং এবং কষ্ট হচ্ছে কিন্তু আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি ভাই এই সপ্তাহে আমি এখনো মেরিট আর্ন করতে পারিনি কিন্তু এইদিকে সপ্তাহের আছে তিন দিন দেখা যাক আল্লাহ ভরসা মোটামুটি ভালো মানের পোস্ট করার চেষ্টা করতেছি আশা করি মেরিট আর্ন করতে পারবো সঠিক প্রসেসে, বাকিটা আল্লাহ ভরসা ভাই। তবে ভাই এটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং হয়েছে। যদি আমার জন্য অনেক চ্যালেঞ্জিং হয়েছে কিন্তু আবার চিন্তা ভাবনা করলে দেখতে পাই এটা আমার জন্য অনেক ভালো হয়েছে কারণ ক্যাম্পেইন ম্যানেজার যে সব রিকোয়ারমেন্ট দিছে এইরকম রিকোয়ারমেন্ট মেইনটেইন করে দুই সপ্তাহ পার করেছি আশা করি আমার প্রোফাইলটা আস্তে আস্তে বিলাপ করতে পারতেছি নিজেকে ভালো পজিশনে নিতে পারব এরকম একটা চিন্তাভাবনা এবং মনোবল কাজ করে ভিতরে। দোয়া করবেন ভাই আমার জন্য আমি যেন রিকোয়ারমেন্ট গুলো সুন্দর ভাবে পূরণ করতে পারি এবং টিকে থাকতে পারি এই যাত্রায় সেজন্য ভাই সাহায্য সহযোগিতা এবং পরামর্শ দিয়ে সাহায্য করবেন আপনাদের দিকনির্দেশনা গুলো সুন্দর ভাবে ফলো করে বর্তমান সময়ে ভালো কিছু আশা করতেছি ভাই আপনাদের হাত ধরেই ইনশাআল্লাহ সামনে।