যদি কাগজ পাতি ঠিক থাকে তাহলে জমি বিক্রি করা বা ক্রয় করতে সর্বোচ্চ কতদিন সময় লাগতে পারে আপনাদের এক্সপেরিয়েন্স থেকে আপনারা জানান আমার এক্সপেরিয়েন্স থেকে চার থেকে পাঁচ মাসেরও বেশি সময় লেগেছে যদিও জমিতে কিছু সমস্যা ছিল।
আমি আপনাকে এই প্ল্যানে কোনোদিন সাপোর্ট করবো না ভাই। জমি কেনাও সহজ না, আর বিক্রি করাও সহজ না। আপনি যখন জমি ক্রয় করবেন, তখন জমি সাফ-কবলা দলিল করে কিনে নিতে সেখানে দলিল করার একটা খরচ আছে। ডিপেন্ড করবে জমির পরিমানের ওপর এবং আপনারে এলাকার দামের ওপর। এখানে ভালো পরিমানে একটা টাকা আপনার খরচ হয়ে যাবে। আর জমি বিক্রি করতে গেলে, আপনি চাইলেই জমি বিক্রি করে দিতে পারবেন না। কাষ্টমার পাবেন না। যাদের পাবেন, তাদের সাথে আপনার দাম বনাবনি হবে না।
একমাত্র শহরে জমি কিনলে, সেটা বিক্রি করার সময় একাধিক গ্রাহক পাওয়া যেতে পারে। তারপরেও, আপনি মনে করলেন আমি ১ মাসের মধ্যে জমি সেল করে দিবো, সেটা পারবেন না। এমন অনেক জমি আছে যেখানে মানুষ বছরের পর বছর জমি বিক্রি হবে ব্যানার লাগিয়ে রেখেছেন, কিন্তু বিক্রি করতে পারছে না। অন্য কিছু চিন্তা করেন। আর যদি জমি কিনে ব্যাবহার করতে পারেন বা রেখে দেওয়ার প্ল্যান করেন, তাহলে কিনতে পারেন।
খারাপ বলেননি আমি আবার অন্যভাবে ভেবে দেখেছি আমি যেখানে বসবাস করি তার থেকে দুই কিলোমিটার দূরে কিছু জমি ছিল যা দুই বছর আগেও তিন লাখ বা আড়াই লাখ করে শতাংশ বিক্রি করা হতো এখন বর্তমানে সেগুলো বিক্রি করা হচ্ছে সাত থেকে আট লাখ করে প্রতি শতাংশে।
আর এখানে যে কোন নতুন বড়সড়ো ইনফাস্ট্রাকচার হয়েছে এমন কোন কিছু না এটা জাস্ট পৌরসভার ভিতরে পড়েছে। আর বলতে গেলে আমার গ্রামের বাড়িতেও অনেকটাই একই অবস্থা আমাদের নিজেদের জমি গত বছর যে জমি ৬০ হাজার টাকা পার ডিসিমাল বিক্রি করেছিলাম সেগুলো এখন তারাই আবার ৭০ হাজার টাকা দিছে বলে বিক্রি করতেছে।
এখন আপনার কথায় আসি আমি আপনার কথাটাই ফলো করবো কারণ আমার যে টাকা আমি পৌরসভার ভিতরে জমি কিনতে পারবো না আর কিনলেও আমাকে কিনতে হবে ফসল চাষ করা হয় ক্ষেত টাইপের জমিগুলাকে আর আমি নিশ্চিত আমাকে কোন দাগের মাঝখানের জমি কিনতে হবে যা বিক্রি করা এতটা সহজ হবে না তাই এই চিন্তা বাদ দিব বর্তমানে।
আর গোল্ডের যে বিষয়টা দেখলাম প্রায় ১৫% এর মতন মাইনাস হবে যখন সেল দেবো।
এখন ভাবতেছি আপাতত স্টেবল কয়েন করে রাখবো ১০০কে তে সেল অর্ডার দিয়ে রেখেছিলাম এখন আবার ক্যান্সেল করে দিলাম কারণ বিটকয়েনের মার্কেট দুই ট্রিলিয়ন এখনই প্রায় টাচ করে ফেলেছে। দেখি আরো কিছু পার্সেন্টেজ প্রফিট বুক করা যায় কিনা।
যাই হোক হ্যাপি 98k BTC