Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Crypto Library
on 22/12/2024, 21:46:28 UTC
এতো তামাশার কোনো দরকার নাই। আপনি আপনার এলাকায় কোথায় এজেন্ট ব্যাংকিং আছে, সেটা দেখেন। মেইন ব্রাঞ্চ গুলোতে এক এক জনের ভাবের জ্বালায় টেকা যায় না। কিন্তু এজেন্ট ব্যাংকিং থেকে একাউন্ট করবেন, সেখানে পরিচিত লোক পেয়ে যাবেন। আমার এলাকায় ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং আছে এবং এগুলো পরিচালনা করে পরিচিত লোকজন। সবাই জানে আমি অনলাইনে টুকিটাকি কাজ করি। তবুও আমি ব্যাংক এ অতো লেনদেন করি না।

আমার যা ক্যাশ করা লাগে, তা বিকাশ নগদেই নিয়ে আসি। ব্যাংক পেমেন্টে যে ডলার রেট দেয়, বিকাশ নগদে তার থেকে কিছু বেশি দেয়। খরচ বাদ দিলে প্রায় সমান সমান। ব্যাংক রিস্কি মনে হলে বিকাশ, নগদ আর রকেট মিলিয়ে দিনে ১ লাখ টাকা ক্যাশ করা কোনো ব্যাপারই না। হুদাই প্যাড়া নেওয়ার দরকার নাই।
সমস্যা হলে যেখানে আমার বাসা এবং যে ব্যাংক আমি ব্যবহার করি সেটার মেইন ব্রাঞ্চ একদমই কাছে হওয়াতে আর কোন এজেন্ট আশেপাশে নেই।

যাই হোক আপনার কি মনে হয় বিকাশ বা নগদ এর ট্রানজেকশন করলে আপনার একাউন্টে না অন্যের একাউন্টে ট্রানজেকশন হয়  Grin যদিও এইসব ঘাটাঘাটির জন্য সরাসরি কেন্দ্রীয় ব্যাংক হাত লাগায়। তবে আমাদের যে পরিমাণ ট্রানজেকশন হয় এই এমাউন্টে আসলে তারা কখনো ঘাটাঘাটি করবে না।

এমন এক বন্ধু বেশিরভাগ সময় বিকাশে ট্রানজেকশন করে ঠিক আপনি যে কারণ বললেন একই কারণে। তবে আমি হিসাব করে দেখেছি বিকাশে ট্রানজেকশন করতে গেলে অথবা নগদের কথা বললেও শেষমেষ  ক্যাশ আউট করতে গেলে ব্যাংকের থেকে কিছুটা হলেও  কম রেট পড়ে। আর যেহেতু এটা আমাদের বারবার করতে হয় তাই আমি এর জন্য মোবাইল ব্যাংকিং না করে সরাসরি ব্যাংকের মাধ্যমে টাকা উঠাই।

তবে সব সময় চেষ্টা করি প্রতি মাসের শুরুর এক থেকে চার তারিখের মধ্যে সেল দেওয়ার এবং সেই সাথে সাথে একটা রাউন্ড ফিগারের অ্যামাউন্ট  ফর এক্সাম্পল- প্রতি মাসে ৫০ হাজার টাকা। এতে করে আমি মনে করি সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা কম।

UAE $40 বিলিয়ন ডলার মূল্যের বিটকয়েন হোল্ডিং করেছে
ভাই যেসব দেশের লিডারদের মাথায় বুদ্ধি রয়েছে সেসব দেশ আগেভাগেই ক্রিপ্ত কে  বৈধতা দান করে  এখানে কাজ করে যাচ্ছে। সুইজারল্যান্ড এর মতন একটা দেশ তাদের একটা শহরের নামই দিয়েছে ক্রিপ্ত ভ্যালি। সেখান থেকে তারা প্রতিবছর ভালো একটা  ট্যাক্স জেনারেট করতে পারছে। 
আমাদের দেশের সরকার যে এগুলা কবে বুঝবে অন্তত আমার এই অন্তর্বর্তীকালীন সরকারের থেকে কোন আশা নাই। কারণ তাদের খুব শীঘ্রই নির্বাচন দিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে।