UAE $40 বিলিয়ন ডলার মূল্যের বিটকয়েন হোল্ডিং করেছে
ভাই যেসব দেশের লিডারদের মাথায় বুদ্ধি রয়েছে সেসব দেশ আগেভাগেই ক্রিপ্ত কে বৈধতা দান করে এখানে কাজ করে যাচ্ছে। সুইজারল্যান্ড এর মতন একটা দেশ তাদের একটা শহরের নামই দিয়েছে ক্রিপ্ত ভ্যালি। সেখান থেকে তারা প্রতিবছর ভালো একটা ট্যাক্স জেনারেট করতে পারছে।
আমাদের দেশের সরকার যে এগুলা কবে বুঝবে অন্তত আমার এই অন্তর্বর্তীকালীন সরকারের থেকে কোন আশা নাই। কারণ তাদের খুব শীঘ্রই নির্বাচন দিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে।
যদি আমাদের দেশে ক্রিপ্টো বৈধ করতে হয় হয়তো এমন একজন সরকার প্রয়োজন যিনি ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে অনেক বেশি জ্ঞান রাখেন এবং তিনি ক্রিপ্টো উৎসাহী হন। ঘুরেফিরে দেখবেন পরিচিত মুখরাই দেশের সরকার হবে আর এরা তো ক্রিপ্টোকারেন্সি বৈধ করা নিয়ে কখনো কোনো কিছু চিন্তাভাবনাই করবে না। এল সালভাদরের যেভাবে বিটকয়েন বৈধ করেছিল এবং তারা বর্তমানে যেভাবে আইএমএফ (IMF) এর বিরুদ্ধে গিয়ে এখন বেশি পরিমাণ বিটকয়েন ক্রয় করছে এটা দেখে হয়তো অনেক দেশের শেখা উচিত যারা এখনো বিটকয়েনকে বৈধ করা নিয়ে কোন কিছু করেনি তাদের। আমি বলতে চাচ্ছি না যে বাংলাদেশকে বৈধ করতেই হবে হয়তো তাদের এল সালভাদরের সাফল্য দেখা উচিত।