Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Wonder Work
on 24/12/2024, 05:52:35 UTC
এই বছরে দ্য ইকোনমিস্টের তালিকা প্রকাশ করা হয়েছে আগের ১২ মাসে সবচেয়ে বেশি উন্নতি করেছে কি না, সেই বিচারে। সবচেয়ে ধনী, সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থান অধিকারী কি না, সেই হিসাবে নয়; যেখানে বাংলাদেশে ছাত্রদের নেতৃত্বে ১৫ বছর ধরে থাকা স্বৈরশাসক এর পতন এর কারণে এটিকে বিশ্বে অন্যন্য ঘটনা বলে মনে করছেন।
15 বছর স্বৈরশাসনের পর বাংলাদেশ ফিরে পেয়েছে নতুন রূপ। এই বাংলাদেশ অদূর ভবিষ্যতে এগিয়ে যাবার পথে এগিয়ে চলছে। বর্তমান সময়ে প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস তিনি আমাদের বাংলাদেশকে নতুন রূপে বিশ্বের দরবারে তুলে ধরছেন। আমরা প্রাউড ফিল করছি তাকে নিয়ে আমরা এখন অনেকটাই পরিচিত মুখ বিশ্বের দরবারে। তা ইকোনোমিস্ট এর তালিকায় বাংলাদেশ সবার আগে। বাংলাদেশ এভাবেই এগিয়ে যাবে আশা করি সামনে অদূর ভবিষ্যতে।

বাইরে যাওয়া পড়তে পারে আমার, পসিবিলিটি আছে। 
তাইলে ভাই Victus টাই নিয়ে নেন। যদি বাইরে যাওয়া লাগে তাহলে ক্যারি করতে সুবিধা হবে এবং আপনি এটা দিয়ে ভালো ভালো কাজ করতে পারবেন সমস্যা হবে না। আবার হলে এটা একটা ভালো কনফিগের ল্যাপটপ। আমি Asus কথা বললাম কারণ ভাই আপনার যদি অন্য কোন দিকে মুভ করার ইচ্ছে থাকে তাহলে Asus দিকে মুভ করতে পারেন।