আজ পর্যন্ত বাংলাদেশ থ্রেডের সর্বোচ্চ ১০ জন পোস্টদাতাঃ
5. Review Master [308] ⬆
বাহ, আবার সেরা ৫ এ চলে এসেছি।
আপনার এই মাসিক রিপোর্টগুলো দেখলে মন চায় যে, আবার ফোরামে ফিরে এসে সেরা ১ এ চলে যাই। কিন্তু পোষ্ট করার তেমন আর সময় হয় নাহ। আবার সময় পাইলেও দেখা যায় যে, অনেকে আমার পোষ্টগুলো এড়িয়ে চলে। আর এমন হলে আগ্রহ কমে যায়, এখানে পোষ্ট করার জন্য।
দেখি এইবছর কি করা যায়, যদিও এই বছরের জন্য অনেক কিছু পরিকল্পনা করে রেখেছি। বাকি নিজের চেষ্টা এবং আল্লাহ তায়ালার রহমতের উপর নির্ভর করবে। সকলের জন্য শুভকামনা রঈলো এবং নতুন বছরের শুরুতে কে কি পরিকল্পনা তৈরি করলেন রিপ্লাই করে জানাতে পারেন। আমিও হয়তো পরবর্তী পোষ্টটে সেটি নিয়ে কথা বলবো।
ধন্যবাদ ভাই আপনিও যে আমার এই মাসিক রিপোর্টগুলো দেখেন।
যাই হোক আমার এই মাসিক রিপোর্টে টপ টেন পোস্টার দের নাম মেনশন করার অন্যতম উদ্দেশ্য হচ্ছে যেন ইউজারদের মধ্যে একটা কম্পিটিশন থাকে এবং সেই কম্পিটিশন থেকে বাংলা থ্রেড এর একটিভিটি এর দিক থেকে এগিয়ে যাক। এক্সট্রা করে আর কিছু বলার নাই আপনাকে Shishir99 অলরেডি কিছু কথা মেনশন করে বলে দিয়েছে।
আর আপনার পরিকল্পনা যেন সফল হয় এর জন্য দোয়া রইল এবং মাঝেমধ্যে বিভিন্ন ইম্পোর্টেন্ট পোস্টগুলো কন্টিনিউ করে যেয়েন। এমনটা ভাইবেন না যে সবাই আপনার পোস্ট এড়িয়ে যায়। রেসপন্স না করা হলেও অনেক সময়ই আপনার পোস্টগুলো নিয়ে ঘাটাঘাটি করা হয়েই থাকে।