যাইহোক এত কাহিনী বললাম, যেন আপনারা বুঝতে পারেন যে, AI AGENT narrative টা অন্য পর্যায়ে আছে এবং যারা আগ্রহী তারা HOLD টোকেনটি ক্রয় কিংবা DCA (Dollar Cost Average) করতে পারেন। কারণ এই প্রজেক্টটি zksync চেইনের এবং ভালোই হাইপে রয়েছে তাদের AI AGENT Launchpad চালু করার পর থেকে। আর ইতিমধ্যে অনেকগুলো AI AGENT তাদের প্লাটফর্মের মাধ্যমে চালু হয়েছে।
-
https://www.coingecko.com/en/coins/holdstation-
https://x.com/WuBlockchain/status/1875806636327235664বি:দ্র: নিজের বিশ্লেষণ শেষে কোনো প্রজেক্টে বিনিয়োগ করুন । কারণ আপনার ক্ষতির জন্য কেউ যেমন দায় নিবে নাহ, তেমনি আপনার লাভ হইলে কেউ সেখানে ভাগ চাইবে নাহ।

এটি ছাড়া আর কি কি পজিটিভ দিক আপনি এই কয়েনে দেখতে পাচ্ছেন, একটু জানান।
টিম মেম্বারগুলো ভালো এবং চাইনিজ কমিউনিটি এটিকে ভালোই সাপোর্ট দেয়। আর আপনি হয়তো জানেন যে, চাইনিজ কমিউনিটি যখন কোনো প্রজেক্টকে সার্পোট দেয়, সেটির বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অন্যান্য প্রজেক্টের থেকে একটু বেশিই থাকে। আর এটি zksync চেইনের সেরা perp/derivative এক্সচেঞ্জও বলা যায় এবং কমিউনিটি ভালোই সচল।
zksync চেইন সম্পর্কে বেশি কিছু জানা নাই তবে আপনার শেয়ার করার পরে ভাবতেছি একটু এক্সপ্লোর করে দেখব, তারপরও আপনার থেকে এদের সম্পর্কে একটু হালকা পাতলা কয়েকটা পজিটিভ জিনিস জানতে পারলেও ভালো লাগতো।
zysync এর তো এখন zkIgnite নামে একটি ৩০০ মিলিয়ন $ZK টোকেনের incentive ক্যাম্পেইন চলতেছে, মন চাইলে সেটি দেখতে পারেন । আর টোকেন বিহিন যেসব প্রজেক্ট ওই ক্যাম্পেইনের অংশগ্রহণকারী রয়েছে, সেগুলো এয়ারড্রপের জন্য ফার্ম/ব্যবহার করেন। আশা করা যায়, $ZK টোকেনের রিওয়ার্ডের পাশাপাশি ভালো পরিমাণের এয়ারড্রপও পাবেন।
- বিস্তারিত এখানে জানতে পারবেন:
https://x.com/ZKsyncIgnite/status/1876275651860447348
Holdstation কয়েনটি দেখলাম মাত্র ৩০ মিলিয়ন সাপ্লাই সেটাও আবার ম্যাক্স সাপ্লাই মানে লিমিটেড। আর সার্কুলেটিং সাপ্লাই বর্তমানে ৭.৯ মিলিয়ন. কোন সন্দেহ নাই যে প্রজেক্টটিতে যদি হোয়েলরা আকৃষ্ট হয় তাহলে এটা ১৫ গুণ হতেও সময় লাগবে না। কারণ এটার যে সাপ্লাই দেখতেছি আর তাছাড়া লো মার্কেট ক্যাপ।
ভাই টোকেন সাপ্লাই অনেক সময় ওতোটা কাজে লাগে নাহ, যতক্ষণ নাহ ক্রিপ্টো কমিউনিটি কিংবা influencers রা প্রজেক্টটিকে হাইপে তুলে। যদিও holdstation প্রজেক্টটি ভালো এবং ইতিমধ্যে ১৪ গুণ বৃদ্ধি পেয়েছিলো, কারণ আমি এটিকে $০.৫০ তে দেখেছিলাম। কিন্তু তখন ওতোটা রিস্ক নেই নাই, বাকিটা তো ইতিহাস। Mcap কিংবা FDV এর বিষয়গুলো তখনই টোকেনের মূল্য বৃদ্ধির কাজে লাগবে , যখন দেখবেন প্রজেক্টটি নিয়ে বিভিন্ন twitter কিংবা youtube এর influencers রা কথা বলা শুরু করবে।
অন্যথায় সেটিতে বেশি লাভের আশা রাখিয়েন নাহ, যেমনটা আপনি বললেন যেত ১৫ গুণও বৃদ্ধি হতে পারে। আমি বলবো সর্বোচ্চ আপনি ৩-৪ গুণ আশা রাখেন, যদি এটি পূর্ববর্তী ATH অতিক্রম করতে পারে।

তবে ভাই এদের Seedless Recovery ফিচারস এর বিষয়টি বুঝলাম না। আপনার কি এ বিষয়ে জানা রয়েছে কিছু?
Wallet Abstraction বলে একটি টেকনোলজি আছে এবং এটির narrative মাঝে একবার হালকাভাবে দেখা দিয়েছিলো, কিন্তু memecoin এর narrative এর কাছে টিকতে পারেনি। যাইহোক seedless recovery কিংবা wallet abstraction বিষয়টি সহজ কখায় বললে, আপনি একটি পিন কিংবা secret word ব্যবহার করে নিজের ব্যক্তিগত ওয়ালেট দিয়ে একটি নতুন ওয়ালেট তৈরি করবেন, যেটির কোনো seed কিংবা recovery phrase থাকবে নাহ। শুধুমাত্র আপনার ব্যক্তিগত ওয়ালেট এবং সঠিক পিন অথবা secret word ব্যবহার করেই সেটি পুনরুদ্ধার করা সম্ভব।
Wallet Abstraction এর একটি সুবিধার কথা যদি বলি, তাহলে ট্রান্সজেকশন অনুমোদন/approve করার বিষয়টি নাহ বললেই নয়। সাধারণত আমরা metamask ব্যবহারের সময় প্রত্যেকবার ট্রান্সজেকশন আমাদের অনুমোদন করতে হয় এবং এতে দেখা যায় যে, আপনার কিছু মিলিসেেকন্ডের জন্য কোনো প্রজেক্টে বিনিয়োগ কিংবা NFT মিন্ট করতে পারেন নাহ। Wallet abstraction ব্যবহার করলে আপনাকে বার বার এমন ট্রান্সজেকশন অনুমোদন করতে লাগবে নাহ। শুধুমাত্র পিনটি দিবেন এবং এই টোকনোলজি আপনার হয়ে ট্রান্সজেকশনটি অনুমোদন করবে । এটি হলো একটি সুবিধা, এছাড়াও আরো অন্যান্য অনেক সুবিধা রয়েছে।
বি:দ্র: কিছু DeFi প্রজেক্ট আবার wallet abstraction এ আপনাকে নতুন তৈরি করা ওয়ালেটের seed phrase কিংবা recovery phrase টিকে export করার সুবিধাও দিয়ে থাকে। কিন্তু মূলত বিষয়টি হলো, সেকেন্ডারি একটি ওয়ালেট তৈরি করা যেটি শুধুমাত্র আপনার মূল ওয়ালেট দ্বারা ব্যবহার করা যাবে এবং মূল ওয়ালেটকে হ্যাক হওয়া থেকে দূরে রাখা।
MPC Wallet বলে একটি বিষয়ও রয়েছে, যেগুলো wallet abstraction টেকনোলজি থেকে একটি আরো উপরে রয়েছে। আপনারা যারা OKX wallet ব্যবহার করেন, তারা হয়তো এই MPC wallet অপশনটি পেয়েছেন কিংবা শুনেছেন।