কেমন আছেন সবাই? চুপ থাকা মানেই সব মেনে নেয়া নয়। অথর্ব মূর্খ লোকের সাথে তর্ক করে কোনো লাভ নেই।
কিছু করলেও দোষ না করলেও দোষ চুপ থাকলেও দোষ ডিফেন্ড করলেও দোষ। মানুষ যাবেতো যাবে কোথায়? তুমি বাংলাদেশি মানে তুমি চোর, লল লাইক সিরিয়াসলি? প্রুফ নাই লিংক নাই কিছুনাই ছোট্টএকটা আননেসেস্যারি একটা রিজন দেখায়ে ট্যাগমাইরা দিবে, হোয়ার্টএ জোক। আর যারা ফিড করাচ্ছে এই থ্রেডগুলো কেনো করাচ্ছে তা সবাই ভালো করেই জানে, কারন তারা আমাদের প্রতিবেশী, আর প্রতিবেশী প্রতিবেশীর প্রতি ভালোবাসা দেখাবেনাতো কে দেখাবে!।
একটা জিনিস দেখলে খারাপই লাগে কিছু সংখ্যক এবিউজারদের জন্য গোটা কমিউনিটির উপর সবার বায়াসড মনোভাব।
আছি ভাই আলহামদুলিল্লাহ ভালোই আছি আপনি কেমন আছেন। ফোরামের যে অবস্থা ভাই তাতে যা বুঝা যায় ফোরামে কিছু কুলাঙ্গার আছে যাদের জন্য আমাদের বাংলা কমিউনিটির ফ্রেসার একাউন্টগুলো ট্যাগ খেয়ে যাচ্ছে। ভাই কতই না কষ্ট করে ৫-৬ ঘন্টা করে দিনে সময় দিয়ে আমি আমার অ্যাকাউন্টটা আস্তে আস্তে তুলেছিলাম কিন্তু মাঝখান থেকে কি হলো হঠাৎ করে এসে আজাইরা একটা ব্লেইম দিয়ে ট্যাগ দিয়ে দিয়েছে।
এদের সাথে কথা বলা উচিত কথা না বললে এরা বারবার সুযোগ পেয়ে যাবে। আমি ভাই এদের সাথে কথা বলবই এদের অনেক কিছুই উদঘাট করে ফেলেছি তারা সেই বিষয়গুলো কানে নেয় না তারা আজাইরা একটা কথা বলেই একটু ভালো করলেই এগুলা নিয়েই ট্যাগ করে বসে থাকে। ফোরামে এরা একটা গ্যাং আকারে কাজ করে যেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারতেছি। কেউ একটু ভালো করতে নিলেই তাকে ঠাস করে ট্যাগ দিয়ে তার রিপোর্টেশন খারাপ করে দেয়।
এদেরকে মুখ খোলার জন্য অন্যরাও দেখি ভালোই সাপোর্ট দেয় যুক্তি কথার দিকে কোন কিছু বলে না ম্যাক্সিমাম মানুষ তারা যেটা বলে সেটা নিয়েই কথা বলে বেশি।
এখানে কোন সমস্যা নেই সেখানে এসব আজাইরা কথা বলেই যাবে আর সেই সব দোষারোপ সব সময় নিয়ে যাবেন এটা তো আসলে কেমন হয় জিনিসটা। আমার ভুল নাই সেখানে আমি অবশ্যই কথা বলব যদিও আমার ফোরামে এতটা ভালো অবস্থান নেই হয়তো আমাকে লাল ট্যাগ দিয়ে দিতে পারে তবুও আমি বলব। যদিও কিছু করতে পারবো না তবে কথা বলে অন্তত নিজেকে সান্ত্বনা দিতে পারো এরকম কুলাঙ্গারদের যদিও আমাদের কিছু করার নেই তবে ফোরামে তারাই আল্ট। তারা সব সময় অন্যদের ঠেসে ঠেসে ট্যাগ দিয়ে দাবিয়ে রাখে কাউকে ভালোভাবে সামনের দিকে উঠতে দেবে না। পূর্বে কারা কি ধরনের ভুল করে গেছে সেটা নিয়ে প্রতিনিয়ত ব্লেইম দিয়ে যাচ্ছে বাংলা কমিউনিটি থেকে নতুন কোন মেম্বার উঠে আসতে পারবে না এটা শিওর। উঠে আসতে নিলে তাকেই ট্যাগ দিয়ে থামিয়ে দিবে।
এসবের শেষ কোথায় জানিনা তবে কিছু ক্যাম্পেইন ম্যানেজার আছে যারা তাদের কথায় বিশ্বাস করে এই সব সাধারন ট্যাগ কেউ অনেক গুরুত্বপূর্ণ মনে করে ক্যাম্পেইন থেকে বের করে দেয়। কিন্তু ক্যাম্পেইনে আসলে কোন সমস্যা ছিল না এবং যে ট্যাগটি খেয়েছে সেটা ভুল ট্যাগ দেওয়া হয়েছে এগুলো দেখে না।
তবে ভাই এগুলোর শেষ কোথায় এগুলো কি কখনো ঠিক হবে না? এগুলো থেকে বের হয়ে আসা প্রয়োজন কিন্তু যেটা দেখা যাচ্ছে এরা যেভাবে শুরু করেছে বাংলা কমিউনিটির কাউকে এরা ছাড়বে না।