Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Crypto Library
on 12/01/2025, 22:25:49 UTC
আর যারা ফিড করাচ্ছে এই থ্রেডগুলো কেনো করাচ্ছে তা সবাই ভালো করেই জানে, কারন তারা আমাদের প্রতিবেশী, আর প্রতিবেশী প্রতিবেশীর প্রতি ভালোবাসা দেখাবেনাতো কে দেখাবে!
গো মূত্র খোরদের কাছ থেকে এর থেকে বেশি কি আশা করেন আপনি?
আমি ভাই এদের ড্রামা দূর থেকেই দেখলাম। আর যা বুঝলাম আগের করা কিছু কার্যক্রমের জন্য আমাদের বর্তমানের মেম্বারগণ ভুক্তভোগী হচ্ছে।

এটা জাস্ট আমি আমাদের বাংলাদেশীদের ক্ষেত্রে বলবো না গ্লোবালি একটা টার্গেট এ পরিণত হয়েছে বাংলাদেশী, নাইজেরিয়ান এবং পাকিস্তান, ইন্ডিয়ানদেরও নাম রয়েছে তবে তারা পার পেয়ে যায় শুধুমাত্র উপরের মাথাগুলো তাদেরই নিজেদেরই অ্যাকাউন্ট।

আর তাছাড়া আমার এই চার বছরের অভিজ্ঞতায় এতটুকু বুঝলাম ফোরামে ভূত রয়েছে সেই সাথে ভূত তাড়ানোর জন্য যে সরিষা সেই সরিষার মধ্যেও ভুত রয়েছে।
সরিষার মধ্যে থাকা ভূত সব সময় বেঁচে যায়(যেমন মনে হয় তারা দরবেশ বাবা) আর এমনি ভুত গোলা সব সময়  ফেঁসে মারা খায়। আমার এই কথাটি কিন্তু ব্যাপক অর্থ রয়েছে বুইঝা নিবেন।
কিন্তু দুঃখের ব্যাপার হইলো বেশিরভাগ মেম্বার বুইঝা হলেও না বুইঝা হইলেও সেই দরবেশ বাবাদের আই মিন সরিষার মধ্যে থাকা গুলোর অনুকূলে কথা বলে।  Cry


আছি ভাই আলহামদুলিল্লাহ ভালোই আছি আপনি কেমন আছেন। ফোরামের যে অবস্থা ভাই তাতে যা বুঝা যায় ফোরামে কিছু কুলাঙ্গার আছে যাদের জন্য আমাদের বাংলা কমিউনিটির ফ্রেসার একাউন্টগুলো ট্যাগ খেয়ে যাচ্ছে। ভাই কতই না কষ্ট করে ৫-৬ ঘন্টা করে দিনে সময় দিয়ে আমি আমার অ্যাকাউন্টটা আস্তে আস্তে তুলেছিলাম কিন্তু মাঝখান থেকে কি হলো হঠাৎ করে এসে আজাইরা একটা ব্লেইম দিয়ে ট্যাগ দিয়ে দিয়েছে।
কথার মধ্যে কথা হইলো গিয়া আপনার  টপিকটি সম্পূর্ণ আমি সময় নিয়ে পড়ে দেখেছি এতে করে বুঝলাম আপনার একাউন্টটা হ্যালোইন এর পামকিং কারভিং কনটেস্ট এর আগে খোলা হয়েছে এবং সেই কনটেস্টে জয়েনও করা হয়েছে, আমিও আশা করব যে এটা কো-ইন্সিডেন্ট ছিল।

তবে এখন আপনাকে যে ট্যাগটি দিয়ে দিয়েছে এটা হয়তো আর ওঠাবেনা কিন্তু আপনি যদি সত্যিই একজন রিয়েল ইউজার হন তাহলে আপনি যেভাবে প্রগ্রেস চালিয়ে যাচ্ছিলেন সেটা বন্ধ করবেন না।
আর আমি অলরেডি দেখেছি যে রোইজি আপনাকে অলরেডি কনফার্ম করে রেখেছে তার  ক্যাম্পেইনে আপনি স্লট পাবেন তাই সিগনেচার ক্যাম্পেইন থেকে আউট হয়ে যাওয়া নিয়ে আফসোস করবেন না।

আর শেষ কথা আপনি যদি আপনার প্রগ্রেস নিয়মিত চালিয়ে যেতে পারেন তাহলে এই ধরনের নিউট্রাল ট্যাগ এ কোন কিছু যায় আসে না। আপনার ভবিষ্যৎ দিনগুলোর জন্য অগ্রিম শুভেচ্ছা।


আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ তায়ালার রহমতে যা পাই সেটাই যথেষ্ট। কিন্তু এখনো মিলিয়ন ডলার ইনকাম করা বাকি রয়েছে এবং দেখি এই বছর সেট সম্ভব হয় কি নাহ।  Grin
মাশাআল্লাহ। আশা করি আপনার গোল আপনি কমপ্লিট করতে পারবেন।
তবে ভাই একটা পার্সোনাল কোশ্চেন করতে চাই সেটা হচ্ছে আপনার আর্নিং এর বেশিরভাগ অংশ কি শুধুমাত্র ইয়ার ড্রপ বা এই ধরনের ইভেন্টগুলো নাকি এখানে ট্রেডিং এরও একটা বড় অংশ অন্তর্ভুক্ত রয়েছে?

আসলে ক্যারিয়ার নিয়ে দ্বিধা দ্বন্দ্বে রয়েছি, এই ক্রিপ্ট জগতে আসলে কোন জায়গাটায় ধরলে ক্যারিয়ারের জন্য সবচাইতে বেশি ভালো হয় এটা নিয়ে.

তবে আলহামদুলিল্লাহ আমার শুরুর যাত্রা এর তুলনায় এখন ঘরে মাসে প্রায় ৩০ গুণ বেশি  আর্নিং আসতেছে তারপরেও আমার নিকট আমার ক্যারিয়ারের প্রগ্রেস রেট ২০২৩ সালের তুলনায় এখনও খুবই কম মনে হচ্ছে।

যাই হোক আদার্স তথ্য গুলোর জন্য আপনাকে ধন্যবাদ