Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
DYING_S0UL
on 13/01/2025, 14:01:47 UTC
সব সময় সবাই প্রতিবাদ করা শেখেন সব সময় যেটা সত্য সেটা বলা শেখেন কাউকে ভয় পেয়ে চুপ করে থাকবেন না। চুপ করে থাকলে তখন অন্যরাও মনে করে দেশে অপরাধী আর এ কারণে চুপ করে আছে।

প্রতিবাদ আসলে সব যায়গায় করা মানে সেখানে আপনার সময় নষ্ট করা। সব যায়গায় প্রতিবাদ করার কোনো মানে হয় না। দুইদিন ধরে দেখলাম Excimer নামে একজন একের পর এক থ্রেড ওপেন করছে, যেখানে সে ফোরামের কিছু রেপুটেড মেম্বার nutildah, LoyceV এবং Foxpup কে এটেনশন সিকার বলে একুজেশন করছে। এরকম অনেক থ্রেডে অনেক ফোরাম মেম্বার কে অনেকেই নানান ধরনের কথা বলে, সব কিছুতে রেসপন্স করার কোনো দরকার নেই। আপনি সেসব থ্রেড এ রেসপন্স করবেন, যেটা কোনো সিরিয়াস কিছু।

JollyGood একের পর এক থ্রেড খুলে খুলে ফোরাম মেম্বারদের শুধু শুধু হ্যারেজমেন্ট করছে। আমি আগে তার ট্যাগ গুলো ক্যায়ার করলেও, এখন আর তেমন গুরুত্ব দেই না। সে আস্তে আস্তে একটা ট্রলে পরিনত হচ্ছে। একসময় ফোরামে আর কেউ তার ট্যাগ গোনায় ধরবে না। সুতরাং, তার সব থ্রেড এই যে আপনাদের কে রেসপন্স করতে হবে, তা নয়। আর তাকে ফিড করছে মূলত আমাদের ইন্ডিয়ান রা। যারা সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এর মানুষ কে তাদের শত্রু মনে করে।

তিল পরিমাণ উপর নিচ হইলেই ট্যাগ বসায় দিবে। কোনো পাকা পোক্ত প্রুভ নাই, লিংক নাই, ট্রানজেকশন কানেকশন নাই, মানে মগের মুল্লুক পাইছে!

ছোটকালে  যুদ্ধের সিনেমায় দেখতেন না? আগে পাকিস্তানি মিলিটারি গুলি করতো আর তারপর জিগাইতো, এই সাইডের নাকি ঐ সাইডের! বিষয়টা এখন হইছে এমন। ডিটিতে থাকায় কেউ কিছু বলতেও পারেনা, বল্লেও লাভ হয়না। প্রতিবাদ করলেও এমনভাবে জিনিসটা টুইস্ট করবে যা কেউ ভেবেও পাবে না।

আমি আমার নিজের কথাই বলি। আমি নাকি কোন স্কামারের অল্ট (তার ভাষ্যমতে)। এখন একজন টিপিক্যাল স্কামার কি চায়? আপনারা বলেন তো? টাকা? মেইন টার্গেট থাকে টাকা, যত তাড়াতাড়ি সম্ভব যত বেশি টাকা। কারন সে আজ বাদে কাল ধরা পড়বেই পড়বে।

এখন হাস্যকর বিষয় হলো আমি আজ পর্যন্ত একটা গ্যাম্বলিং সিগ্নেচারে জয়েন করিনাই। আরে জয়েন করা তো পরের বিষয়, এপ্লাই ই করি নাই। লে ঠেলা, যদি আসলেই অল্ট হতাম তাহলে সবার আগে গ্যাম্বলিং এ ঢুকতাম। কারন আপনার যারা এসব সিগ করেন তারা ভালো করেই জানেন এসব সিগ ব্যাপক পে করে। বাট আমি স্ব ইচ্ছায় এই টাইপ সিগ করা থেকে বিরত রাখছি নিজেকে। এই সেইম ফ্যাক্ট রেপু তে বলছিলাম, জিনিসটা পড়েই নাই, কোথায় থেকে এক লাইন নিয়ে এসে স্টোরি নিজের ফেবারে আনার ট্রাই করছে। এখন মনে হচ্ছে সব সিগ করাই বেটার ছিলো।

বাইদাওয়ে গ্যাম্বলিং নিয়ে কিন্তু আমার কোনো মারামারি নাই, এটা করা যে খারাপ বা ভালো তা বলতেছিনা। যার যার মনে চায়, পারসোনাল চয়েস।

আর যারা ফিড করাচ্ছে এই থ্রেডগুলো কেনো করাচ্ছে তা সবাই ভালো করেই জানে, কারন তারা আমাদের প্রতিবেশী, আর প্রতিবেশী প্রতিবেশীর প্রতি ভালোবাসা দেখাবেনাতো কে দেখাবে!
গো মূত্র খোরদের কাছ থেকে এর থেকে বেশি কি আশা করেন আপনি?

আর তাছাড়া আমার এই চার বছরের অভিজ্ঞতায় এতটুকু বুঝলাম ফোরামে ভূত রয়েছে সেই সাথে ভূত তাড়ানোর জন্য যে সরিষা সেই সরিষার মধ্যেও ভুত রয়েছে।
সরিষার মধ্যে থাকা ভূত সব সময় বেঁচে যায়(যেমন মনে হয় তারা দরবেশ বাবা) আর এমনি ভুত গোলা সব সময়  ফেঁসে মারা খায়। আমার এই কথাটি কিন্তু ব্যাপক অর্থ রয়েছে বুইঝা নিবেন।
কিন্তু দুঃখের ব্যাপার হইলো বেশিরভাগ মেম্বার বুইঝা হলেও না বুইঝা হইলেও সেই দরবেশ বাবাদের আই মিন সরিষার মধ্যে থাকা গুলোর অনুকূলে কথা বলে।  Cry

আপনার এসব উটভত কথা আগেও বুঝতাম না এখনো বুঝিনাই, বাংলায় কন!