Post
Topic
Board Other languages/locations
Merits 2 from 1 user
Re: বাংলা (Bengali)
by
Review Master
on 13/01/2025, 20:40:14 UTC
⭐ Merited by Crypto Library (2)
আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ তায়ালার রহমতে যা পাই সেটাই যথেষ্ট। কিন্তু এখনো মিলিয়ন ডলার ইনকাম করা বাকি রয়েছে এবং দেখি এই বছর সেট সম্ভব হয় কি নাহ।  Grin

মাশাআল্লাহ। আশা করি আপনার গোল আপনি কমপ্লিট করতে পারবেন।
তবে ভাই একটা পার্সোনাল কোশ্চেন করতে চাই সেটা হচ্ছে আপনার আর্নিং এর বেশিরভাগ অংশ কি শুধুমাত্র ইয়ার ড্রপ বা এই ধরনের ইভেন্টগুলো নাকি এখানে ট্রেডিং এরও একটা বড় অংশ অন্তর্ভুক্ত রয়েছে?

আমার ইনকাম আসে মূলত বিভিন্ন প্রজেক্টের জন্য মডারেটরের কাজ এবং মার্কেটিং নিয়ে advising করার মাধ্যমে। এটি নাহ থাকলে আমিও হয়তো এখানে সিগনেচার করতাম কিংবা ট্রেডিং করতাম। আর আমি প্রতিদিন ট্রেড করি নাহ, কারণ যখনই আমি ট্রেড করতে যাই ইমোশনাল হয়ে সিদ্বান্ত নেই। ফলস্বরূপ আমি ক্ষতির মধ্যে পড়ে যাই। যেমন গতদিনেই ZRO তে LONG ট্রেড নিয়েছি , আর আজকে মার্কেট ডাম্প করে বারোটা বাজায় দিছে। আমি এখন -$২০০ ক্ষতিতে রয়েছি। দেখা যাক কি হয়, তবে এই সপ্তাহটা কোনোভাবে liquidate নাহ হইলে পরের সপ্তাহে মার্কেট পাম্প করবে এবং আশা করি ২গুণ লাভ তুলতে পারবো। আর যদি মার্কেট আরো ডাম্প করে, তাহলে liquidation এবং $৬০০+ ক্ষতি হবে।

আমি মাসিক যেটা পেমেন্ট পাই, সেটি দিয়ে মূলত এয়ারড্রপ প্রজেক্টগুলো ব্যবহার করে থাকি। এভাবে বছরের দেখা যায়, ভালো ২-৩টা প্রজেক্টের এয়ারড্রপ পাইলেই হয়ে যায়। যদিও বিভিন্ন প্রজেক্টের তথ্য আগেই পেয়ে যাই, কিন্তু অলসতার কারণে সব এয়ারড্রপ করা হয় নাহ। কিংবা সবার সাথে শেয়ারও করা হয় নাহ। এই বছর দেখা যাক কি করা যায়, কারণ অনেক ভালো ভালো প্রজেক্ট হয়তো Q1 কিংবা Q2 তে বড় পরিমাণে এয়ারড্রপ দিবে।


Quote from: Crypto Library
আসলে ক্যারিয়ার নিয়ে দ্বিধা দ্বন্দ্বে রয়েছি, এই ক্রিপ্ট জগতে আসলে কোন জায়গাটায় ধরলে ক্যারিয়ারের জন্য সবচাইতে বেশি ভালো হয় এটা নিয়ে.

ক্যারিয়ার নিয়ে দ্বিধাদ্বন্দে থেকে লাভ নেই, চেষ্টা করেন ভালো কোনো একটি বিষয় জানার পর বিভিন্ন DeFi ব্যবহারকারীদের সাথে নেটওয়ার্কিং করার। যত বেশি নেটওয়ার্কিং করবেন, তত বেশি সফলতা পাবেন। Wink


Quote from: Crypto
তবে আলহামদুলিল্লাহ আমার শুরুর যাত্রা এর তুলনায় এখন ঘরে মাসে প্রায় ৩০ গুণ বেশি  আর্নিং আসতেছে তারপরেও আমার নিকট আমার ক্যারিয়ারের প্রগ্রেস রেট ২০২৩ সালের তুলনায় এখনও খুবই কম মনে হচ্ছে।

আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো এবং আপনার জন্য শুভকামনা রইলো। সত্যি কথা বলতে, ক্যারিয়ার নিয়ে কেউই কখনোই খুশি নয় কিংবা মনে করে যে, সে এখনো গত বছরের তুলনায় ভালো কিছু করতেছে নাহ। উদাহরণ হিসেবে যদি আমি নিজের কথা বলি, আমার বাৎসারিক $৩০,০০০ কিংবা এর বেশি ইনকামের লক্ষ্য ছিল এবং আমি এটি অর্জন করার পরও মনে হয় যে, আমি আগের তুলনায় ভালো কিছু করতেছি নাহ। টাকার যখনই বিষয়টা আসে, তখন এমন মনে হয়। আপনিও আগের তুলনায় ৩০গুণ ইনকাম করতেছেন, কিন্তু তবুও মনে হচ্ছে ক্যারিয়ার নিয়ে আপনারও একই মনে হচ্ছে, যেমনটা আমারও মনে হয়েছে কিংবা এখনও হয়।

যখনই আমার এমন চিন্তাধারা মনে আসে, তখনই আমি শুরুর দিনগুলোর কথা মনে করি এবং নিজেকে বলি যে, অনেক দূর চলে এসেছি এবং এখন টাকার চিন্তা নাহ করে, প্রতিদিন কি হচ্ছে ও নতুন কোনো কিছু জানার চেষ্টা করি। তাহলে দেখবেন, আপনার মনে হবে যে, আমি দ্রুত কোনো কিছু নাহ করলেও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন।  Wink