Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
DYING_S0UL
on 23/01/2025, 06:11:32 UTC


মজার ব্যাপার কি জানেন? একজন ও প্রাইভেট মেসেজে নক করে নাই। এর মানে দাড়াচ্ছে, যা কিছুই হচ্ছে, এটা নিয়ে কয়েকজন ব্যাতিত বাকি সবাই খুশি আছে। একটা কথা সকলের মনে রাখা উচিৎ, যে কাজটা আপনি একা করতে পারবেন না, সেটা দশ জনে করলে সহজ হয়ে যায়। যখন আপনি দশ জনের সাথে থাকবেন না, তখন আপনার নিজের বিপদের দিন কিন্তু সেই দশজনকে পাশে পাবেন না। অনেকটা গ্রাম বাংলার সমাজ ব্যাবস্থার মতো।

কে ইন্টারেষ্ট দেখালো, কে দেখালো না, সেটা নিয়ে আমার মাথা ব্যাথা নেই। তবে একটা কথা মনে রাখবেন, আমি আগে যা কিছু করেছি, এবং এখনো যা কিছু করছি, সব কিছু কমিউনিটির ভালোর জন্যই চেষ্টা করছি। কমিউনিটির খারাপ হোক, সেটা আমি কখনোই চাই না।

একেক জনের একেক মটিভ থাকে ভাই। অনেকে হয়তো লো রাঙ্ক হওয়ায় ট্যাগ খাওয়ার ভয়ে চুপ মেরে বসে আছে। অনেকে ফোরাম ড্রামায় জড়াতে চায় না। আবার অনেকে সেলফিস টাইপ, যেহেতু আমার সাথে ঘটে নাই, আমি এসবে নাই, আবার অনেকের নিজের মধ্যেই দোষ আছে। এটাতে জড়ালে নিজেই হাইলাইট হয়ে যাবে এই ভয়ে জড়ায় না। অনেকটা ঐ পাজিতের মতো। অন্যরে বাঁশ দিয়ে গিয়ে নিজেই বাঁশ।

কমিউনিটি ঐক্য ছাড়া কখনো টিকে থাকা যায়। আজ আপনি সেফ আছেন, কাল নাও থাকতে পারেন। যার বাস্তব চিত্র এখন দেখা যাচ্ছে। পাশে না দাড়ালে, আপনার বিপদেও কেউ পাশে দাড়াবে না। এটাই রিয়েলিটি। এখনই যদি কিছু না করেন তাহলে বিষয়টা আরো খারাপের দিকে চলে যাবে। অনেকটা নর্মালাইজ হয়ে যাবে এই বিষয়টা। তখন এটা নিয়ে হাজার চিল্লা পাল্লা করেও লাভ হবে না, সবাই বলবে আরে এটা তো মামুলি বিষয়।

যাইহোক, পূর্বে আপনি অনেকের সাথে খারাপ ব্যবহার করলেও (এবিউস নিয়ে ওয়ার্নিং দেয়া, কথা তোলা মিন করছি) যা করছেন কমিউনিটির ভালোর জন্যই করছেন। এটা কেউ অস্বীকার করতে পারবে না।