জিপি ডাকাইত কোনো সন্দেহ নাই। অন্যান্য সিমের কথা জানিনা, তবে বাংলালিংক আমাকে মাঝে সাজেই ভালো ভালো অফার দেয় তাও আবার ফ্রি। আজ একটা দিসিলে ১ জিবি ৩ দিন ফ্রি। এর আগেও কয়েকবার দিসিলো।
ভাই কথায় আছে যে ভালো খেতে চাইলে অবশ্যই বেশি দাম দিয়ে কিনতে হবে। ভাই আমি তো গ্রামিন সিম ছাড়া অন্যান্য সিমে ভালো সুবিধা পাই না। যদিও এমবি ও মিনিট এগুলো অন্যান্য সিমে সস্তা দামে অফার দিয়ে থাকে। কিন্তু এয়ারটেল রবি সিমে ঘরে বসে নেট চালাতে পারবেন না, বাহিরে বসে নেট চালাতে হবে। কিন্তু আপনি যদি গ্রামিন সিমে এমবি লোড করেন তাহলে কম্বলের নিচে শুয়ে থেকে চালাতে পারবেন।
আমি গ্রামিন সিম ইউজ করি, আমাকে বেশ ভালো ভালো অফার দিয়ে থাকে, ৫০০ টাকায় ৮০ জিবি, ৫০ জিবি, কয়েকদিন আগে ১০০ জিবি দিয়েছিলো। এখন কল দেওয়ার জন্য আমাকে তো আরও একটা সুবিধা দিয়ে রেখেছে, ৭৯ পয়সা মিনিট কলরেট ২ দিন তাও ফ্রিতে নিতে পারি।
আর ভাই বাংলালিংক এর কথা বললেন, আমার বাড়িতে 4জি চালু হয় না, অলটাইম 2জি পেয়ে থাকে, বাংলালিংক আমাকেও এই ধরনের অফার দিয়েছিলো, তারা তাদের গ্রাহকদের আকর্ষিত করার জন্য এমন অফার দিয়ে থাকে। আর একটা বিষয়ে বাংলালিংক সিমের প্রশংসা করতেই হবে, কারন বাংলালিংক সিমের নেট স্প্রিড সবচেয়ে বেশি।
আপনাদের মত বড় বড় লোকের মাঝে আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করি। আশা করি খারাপ ভাবে নিবেন না।
আসলে আমার সিমটাই এখনও 4g করতে পারি নাই আমি এখনো থ্রিজি সিম ইউজ করি। কারণ আমি কার আইডি কার্ড থেকে আমার সিমটা রেজিস্ট্রেশন করেছি সেটা এখনো আমি জানিনা। আমার মনে নেই। যদিও তার আইডি থেকে করেছি সেটা জানা যায় কিন্তু সেটার প্রয়োজন মনে করতেছি না কারণ এই থ্রিজি সিমে চালিয়ে অনেক মজা রয়েছে এমবি অনেক কম কাটে এবং অনেক ভালো ভালো অফার পাওয়া যায়। জামিন সিম কোম্পানি থেকে আমাকে প্রতিনিয়ত এসএমএস করে থাকে যে আপনি সিমটা ফোরজি করে ফেলুন ও এত এত অফার রয়েছে আপনার জন্য কিন্তু আমি সেটা করি না কারণ আমি অল্প কিছু এমবি দিয়েই পুরো মাসি নিতে পারি সেক্ষেত্রে এই থ্রিজি সিম আমার জন্য অনেক সুবিধা বহন করে থাকে।