কাইন্ডলি নিচে দেয়া লিংক গুলো ভিজিট করুন। আশা করি সব বুঝতে পারবেন। আর আপনি হয়তো নোটিফিকেশন বট ব্যবহার করেন না, তাই উপরে যে একজন আপনার প্রশ্নের উত্তর দিয়েছে তা খেয়াল করেন নাই। যদি টেলিগ্রাম ইউজ করে থাকেন তাহলে এই বটটি ট্রাই করেন। তাহলে কেউ আপনাকে রিপ্লাই করলে সেটার তাত্ক্ষণিক নোটিফিকেশন পাবেন।
বট লিংক:
https://t.me/BTTSuperNotifier_botবট কিভাবে ইউজ করবেন সে বিষয়ক পোস্ট:
https://bitcointalk.org/index.php?topic=5248878.0ভাই এই নোটিফিকেশন বট যে কি জিনিস এটা যারা ব্যবহার করে তারাই শুধু জানে।
ফোরামের প্রগ্রেসের জন্য এইটা যে লাইফ সেভিং টুলস এইটা হয়তো নতুন এরা কেউ বুঝবে না আমার নিজেই প্রায় দেড় বছর পরে এই বট টির আসল ব্যবহার বুঝতে পেরেছি।
প্রথমে তো শুধু ব্যবহার করতাম শুধুমাত্র মেনশন এবং মেরিট নোটিফিকেশন পাওয়ার জন্য।
দেড় বছর পর লক্ষ্য করেছি এবং ট্রাই করেছি অন্যান্য ফিচারসগুলো, যাই হোক এখন যারা জানেন না বা নতুন তাদের যেন এই সময়টুকু নষ্ট না হয় এর জন্য একটু ডিটেইলস আবার উল্লেখ করার চেষ্টা করলাম নিচে।
- বোর্ড ট্রাকিং যখন আপনি কোন বোর্ড যেমন বিটকয়েন ডিসকাশন বোর্ডকে ট্রেকিং করে রাখবেন তখন এখানে যদি কোন নতুন টপিক ক্রিয়েট হয় তাহলে আপনার টেলিগ্রাম বটে নোটিফিকেশনটি চলে যাবে এবং আপনি যদি দ্রুত চেক করে সেই টপিকে কোন ভূমিকা রাখতে পারেন সেটা আপনার রেপুটেশন এবং পজিশনকেই বাড়াবে
- টপিক ট্রাকিং যারা বোর্ড ট্রাকিং বুঝতে পারবেন তারা অবশ্যই টপিক ট্রেকিংও বুঝবেন, এটাও সেম যখন আপনি কোন একটা টপিক ট্র্যাক করে রাখবেন তখন আপনার নিকট যদি ওই টপিকে কোন নতুন পোস্ট বা রিপ্লাই করা হয় সেটার নোটিফিকেশন যাবে।
- ইউজার ট্রাকিং উপরের দুইটা যখন বুঝতে পারবেন এটাও বুঝতে পারবেন আপনি যদি কোন ইউজারকে ট্র্যাক করে রাখেন তার সকল লাস্ট পোস্ট আপনার নিকট নোটিফিকেশন হিসেবে যাবে। এটা দিয়ে আপনি যারা ইনফরমেটিভ এবং ভালো পোস্ট করে তাদেরকে ট্রেকিং করে রাখতে পারবেন এবং তাদের পোস্টগুলো থেকে আপনি অবশ্যই এমন এমন সব নলেজ পাবেন যা আপনার প্রগ্রেস অবশ্যই বাড়াবে।
আমার মনে হয় এই বিষয়গুলা এর আগেও আলোচনা করা হয়েছে তবে আমি নতুনদের এবং যারা এই বিষয়গুলো জানে না তাদের জন্য আরেকবার একটু ডিটেইলস হিসাবে বলে দিলাম।
আপাতত এই কয়েকটা ফিচারস যদি একজন নতুন ইউজার যার ভিতরে আগ্রহ রয়েছে জানার তারা ব্যবহার করে তাহলে তাদের প্রগ্রেস কয়েকগুণ বেশি আকারে বৃদ্ধি পাবে।
সে ক্ষেত্রে আমার সাজেশন থাকবে প্রাথমিক অবস্থায় -বিটকয়েন ডিসকাশন বোর্ড
- বিগিনার্স এন্ড হেল্প বোর্ড
-মেটা বোর্ড
- রেপুটেশন বোর্ড
এগুলো ট্রাকিংয়ে রাখবেন। তারপরে এখানে এক্সপ্লোর করতে করতে বুঝে যাবেন আর কি কি আপনাদের ট্রেকিংয়ে রাখতে হবে।
এদিক থেকে আপনার যুক্তি ঠিক আছে। তারা যখন অফারের প্যাকেজ গুলোর দাম লিখে রাখে, সেটা কেনার আগে অবশ্যই গ্রাহককে জানানো উচিৎ যে এর সাথে ভ্যাট ট্যাক্স যোগ হবে। কিন্তু কোম্পানি গুলো ১ টাকা ২০ পয়সা বলে গ্রাহকের কাছ থেকে ১ টাকা ৭০ পয়সা কেটে নিচ্ছে। যেটা একজন সাধারন মানুষ কখনোই চেক করে না। আপনি সচেতন না হলে আপনিও হয়তো চেক করতেন না। আর মনে মনে ভাবতেন যে আপনি বোধহয় ১ টাকা ২০ পয়সা মিনিটেই কথা বলছেন।
আর অন্যান্য সার্ভিস দিয়ে কথা বলার যে ব্যাপারটা, আমিও ভাই ব্রিলিয়্যান্ট এ্যাপ্স ব্যাবহার করে কথা বলতাম এক সময়। এটার সার্ভিসও আপনার উল্লেখ করা এ্যাপের মতোই। কিন্তু অনেকদিন হলো ব্যাবহার করি না। মাঝে মাঝে এই এ্যপ্স গুলো সমস্যা করে। এজন্য বিরক্ত লাগে।
আমি ভাই ডাকাতদের হাত থেকে বাঁচার জন্য মরা আত্মা ভাইয়ের মতন Alap ব্যবহার না করে এর চাচাতো ভাই AmberIT এর এপ্স ব্যবহার করি এটারও একটা স্মুথ সার্ভিস রয়েছে যদিও আগে ব্রিলিয়ান্ট ব্যবহার করতাম কলরেট বাড়ানো এবং নানান সমস্যার কারণে সেটাও বাদ দিয়ে দিয়েছি।
Amber ৩৫ পয়সা কলরেট এবং ভ্যাট ট্যাক্স মিলিয়ে হয়তো 40 পয়সা পার মিনিট।
তাছাড়া আমি আরেকটা প্ল্যান করেছি যে যেহেতু বাহিরে বের হইলে ফোনে নেট থাকাই লাগে এবং রেগুলার এমবি কিনতে হয়। তাই একবারে ১৬০০ টাকা দিয়ে রবিতে ৭৫ জিবি আনলিমিটেড মেয়াদ এর প্যাকেজটি নিয়ে নিয়েছি।
চার মাস পাঁচ দিন হয়ে গিয়েছে কিনেছি পর্যন্ত ১১ জিবি এর মতন খরচ হয়েছে গড়ে ধরতে গেলে ২.৭৫ জিবি।
আর দেড় মাস পর পর AmberIT এর অ্যাপসে ৫০ টাকা করে ভরি চলে যায়। ধরতে গেলে মাসে প্রায় ৫৯ টাকা খরচ হয়েছে এমবি এর পিছনে, এমনে দেড়শ মিনিট এবং ৪ জিবি এক মাসের জন্য কিনতে গেলে ২০০ টাকার মতন লাগতো এখন প্রায় ১০০ টাকার মধ্যে কভার আপ হয়ে যায়।