Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
BTC_pokaop
on 16/02/2025, 06:24:45 UTC

আরে নুব  Grin
তোমারে আমি ভালো সুস্থ ভাবতাম। তুমি তো দেখি ফ্রি ফায়ার প্লেয়ার। লল। ঐ গু মার্কা গ্রাফিক্সের গেইম কে খেলে। ওর থেকে talking tom এর গ্রাফিক্স ফার বেটার।
আরে আগের দিন বাঘে খাইছে এটা, আপনি হয়তো বিগত কয়েক বছর ধরে ফ্রি ফায়ারের গ্রাফিক্স দেখেন নাই। আপনি পাবজি ভালো মনে করেন নাকি? এখন ফ্রী ফায়ারে যে আপডেট আনা হয়েছে, তাতে মনে হয় ফ্রি ফায়ার রিয়েল লাইফের গেম আর পাবজি হলো কার্টুন গেম। যে ফ্রি ফায়ারের মজা বুঝেছে সে কখনোই পাবজির মতো আজাইরা গেম খেলতে যাবে না। গেম দুনিয়ায় সেরা বিনোদনের জায়গা হল ফ্রী ফায়ার। হবে নাকি কাস্টম লল


বিগ নিউজ। বাংলাদেশে Starlink আসতেছে।
এইটার কাজ কি একটু বুঝিয়ে বইলেন? এটা কি কোন সিম নাকি ওয়াইফাই লাইনের মত? মানে কিছুটা কনফিউশন এর মধ্যে রয়েছি এটার বিস্তারিত বললে ভাল হত।