ঠিকই তো। কারো কাছে এত বড় এমাউন্টের সম্পদ থাকবে অথচ পৃথিবীতে তার নাম আড়ালে থাকবে এটা কেউ সহ্য করতে পারবে না। আমার নিজের ক্ষেত্রে হলেও আমি নিজেও পারতাম না। যে লোকটা সাতোশি নামে জন মনে ঘুরপাক খাচ্ছে আসলে সে হয়তো আর পৃথিবীতে নেই অন্য কোন ছদ্ম নামে পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে। পৃথিবীতে জীবিত মানুষের মধ্যে এত সংখ্যক বিটকয়েন থাকলে কোন না কোনভাবে নিজেকে আত্মপ্রকাশ করত। অথবা সাতোশি ছদ্মনাম ব্যবহার না করলেও হয়তো পৃথিবীতে আর সে বেঁচে নেই।
ভাই, সাতোশী যদি জনপ্রিয়তা বা সস্তা ফেইম খুজতো, তাহলে সে সাতোশী নাম টা ব্যাবহার না করে নিজের নামই ব্যাবহার করতে পারতো। কিন্তু তিনি চান নি যে কেউ তার পরিচয় জানুক। বিটকয়েন তিনি বানিয়েছিলেন প্রাইভেসি ট্রানজেকশন করার জন্য। এখন এর ক্রিয়েটরই যদি প্রাইভেসি রক্ষা না করে, তাহলে এর ইউজার রা করবে নাকি? বেচে থাকলেও তিনি কখনোই হয়তো পাবলিক প্লেসে নিজের নাম প্রকাশ করতেন না বা কখনোই ফেইম কামানোর চেষ্টা করতেন না। এতে বরং লাভের চাইতে ক্ষতি বেশি হতো। আমার পয়েন্ট অন্য যায়গায়। তিনি নাম প্রকাশ করুক বা না করুক, তিনি যে প্রায় ১ মিলিয়ন বিটকয়েনের মালিক, তিনি বেচে থাকলে অন্তত একটা বিটকয়েন তো তিনি মুভ করতেন? অন্তত ১ টা বিটকয়েন তিনি যদি সেল করতেন, তাহলে বুঝতাম যে না উনি বেচে আছে, কিন্তু লুকিয়ে আছে। কিন্তু যতো দিন যাচ্ছে, বিটকয়েনের মূল্য বাড়ছে, আর মানুষ আরো বেশি কিউরিয়াস হচ্ছে, কে এই সাতোশি?
এটাই তো ভাই তার অ্যামাউন্ট এখন পর্যন্ত 1.1 মিলিয়ন হিসেবে জানি কিন্তু এমনও তো হতে পারে তার ওই অ্যামাউন্ট ছাড়া আরো অনেকগুলো অনেক রয়েছে যেগুলোতে আরো বিটকয়েন রয়েছে। এত সংখ্যক ডলারের মালিক থাকা সত্ত্বেও তিনি যে নিজেকে আড়াল করে থাকতে পারবেন এটা বিশ্বাসযোগ্য নয়। অর্থাৎ তিনি মারা গেছেন এটা অনেকে হয়তো বিশ্বাস করতে শুরু করেছে আমি নিজেও করতেছি। মানুষের ব্যক্তিগত প্রয়োজন হলে কিঞ্চিৎ পরিমাণ বিটকয়েন তো সেল দেবে এটা স্বাভাবিক। কিন্তু এখন পর্যন্ত তার ওয়ালেট সক্রিয় হয়নি অর্থাৎ বোঝা যাচ্ছে নিষ্ক্রিয় ওয়ালেট যেগুলো রয়েছে তার বেশিরভাগ খুব সম্ভবত সাতোশির নিজের। অনেকেই জন ম্যাকফি, হালফিনলি এদের সাতোশি হিসেবে মনে করে। তবে ফ্রান্সের কারাগারে জন্ ম্যাকফির রহস্যময় মৃত্যু অনেকটাই ওইদিকে ইঙ্গিত বহন করেছিল। কিন্তু এটা খুব সম্ভবত সত্য না তবে হাল ফিনলি হলেও হতে পারে কেননা উনি একমাত্র সাতোশীর ওয়ালেটের সাথে প্রথম বিটকয়েন লেনদেন করেন।