Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Crypto Library
on 03/03/2025, 08:54:55 UTC
@Crypto Library  ভাই কী ভুলে গেছেন ফেব্রুয়ারি মাস ২৮ দিনে শেষ হয়েছে? হা হা। আজকে মার্চ মাসের ৩ তারিখ, যাইহোক আমি কিছুটা নমুনা পোস্ট করার চেষ্টা করি, যদিও CL ভাই সাজিয়ে ঘুছিয়ে পোস্ট করবেন।
না ভাই ভুলে যাই নাই আমি নিউলি ভার্সিটি এডমিশন নিয়েছি এবং ঢাকা শিফট হলাম আর এর ওপর ভাগ্নি ও হসপিটালে সবকিছু মিলিয়ে দৌড়াদৌড়ি করতেছি অ্যাক্টিভিটি পোস্টগুলো হয় আজকে রাত্রে আর নয়তো কালকে করব।
অনুগ্রহ করে অপেক্ষা করবেন বড় ভাইগন।

বাংলাদেশী ফোরাম মেম্বার কি কমে যাচ্ছে? নাকি আমরা ইন্টারেষ্টিং কিছু পাচ্ছি না আলাপ করতে সেটাই বুঝি না। আমি নিয়মিত থ্রেড ভিজিট করি এটা চেক করার জন্য যে এখানে ইন্টারেষ্টিং কিছু আলাপ হচ্ছে কি না। কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে তেমন কিছুই আলাপ করার মতো চোখে পড়ে না। তো এই মাসে চিন্তা করলাম যে আমিই বিভিন্ন টপিক নিয়ে আলাপ করার চেষ্টা করবো। কিন্তু আপনারা যদি সেসব ডিসকাশনে জয়েন না করেন, তাহলে হবে না।
পুরাতন মেম্বারগণ তারা যার যার অবস্থানে চলে গিয়েছে এবং হয়তোবা তারা তাদের লাইফ এবং প্রফেশন নিয়ে বিজি রয়েছে।
এখন ভাই আমাদের এই বাংলা কমিউনিটিতে নতুন লোক নাই এই হইল সমস্যা নতুন লোক যে এফোর্ড দেয় এটা আর কেউ দিতে চায় না।
Quote
প্রথমেই বিটকয়েন এবং ক্রিপ্টো মার্কেট নিয়ে শুরু করা যাক। বিগত ২-৩ সপ্তাহে হুট করেই বিটকয়েন ৯৭ - ৯৫ হাজারের রেন্জ ছেড়ে ডাউন হতে শুরু করে। হুট করেই সেটা ৭৯ হাজারে চলে আসে। আরো নিচে নেমেছিলো কি না আমি সেটা খেয়াল করিনি। অল্টকয়েনে পুরাই ব্লিডিং হচ্ছিলো। অনেকের অনেক পজিশন লিকুইডেট হয়ে গেছে। এর পিছনে কোনো ব্যাড নিউজ ছিলো কি না, এটা কি কেউ জানেন?

আবার হুট করেই কালকে রাতে বিটকয়েন প্রায় ১০% আপ হয়েছে। একবার তো মনে হচ্ছিলো অল্ট সিজন ছাড়াই বুল রান শেষ হয়ে যাচ্ছে। কিন্তু কালকের সেই পাম্প এর পেছনে কি কোনো গুড নিউজ ছিলো? আপনাদের এন্যালাইসিস কি বলে?
এর আগেও বলছি এখনো বলবো,  মার্কেট আসলে বড় বড় হোয়েল যারা নিয়ন্ত্রিত বিশেষ করে এই সময় তারা আরো বেশি নিয়ন্ত্রণ করতে চায়। আপনি ভাবতে পারেন কত মানুষকে যখন বিটকয়েন 80k এর নিচে নেমেছিল লিকুইডেশন করেছে?
মেইন বিষয় হচ্ছে আমরা যেখানে আমাদের চিন্তা শেষ করি সেখানে ওই তিমিরা চিন্তা শুরু করে যেমন এখন মনে করতেছি হয়তো বিটকয়েন ১-২ দিনের মধ্যেই আরো অনেক বেশি পাম্প করবে সেটা নাও হতে পারে আবারও দাম্প করবে। মার্কেট আসলে ভাই চলে এইভাবে।