Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Nothingtodo
on 03/03/2025, 10:22:28 UTC
এই মাসে টোটাল পোস্ট হয়েছে ৮১টি
এই মাসে মোট ১৭ জন ইউজার এক্টিব ছিলো।

বাংলাদেশী ফোরাম মেম্বার কি কমে যাচ্ছে? নাকি আমরা ইন্টারেষ্টিং কিছু পাচ্ছি না আলাপ করতে সেটাই বুঝি না। আমি নিয়মিত থ্রেড ভিজিট করি এটা চেক করার জন্য যে এখানে ইন্টারেষ্টিং কিছু আলাপ হচ্ছে কি না। কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে তেমন কিছুই আলাপ করার মতো চোখে পড়ে না। তো এই মাসে চিন্তা করলাম যে আমিই বিভিন্ন টপিক নিয়ে আলাপ করার চেষ্টা করবো। কিন্তু আপনারা যদি সেসব ডিসকাশনে জয়েন না করেন, তাহলে হবে না।

প্রথমেই বিটকয়েন এবং ক্রিপ্টো মার্কেট নিয়ে শুরু করা যাক। বিগত ২-৩ সপ্তাহে হুট করেই বিটকয়েন ৯৭ - ৯৫ হাজারের রেন্জ ছেড়ে ডাউন হতে শুরু করে। হুট করেই সেটা ৭৯ হাজারে চলে আসে। আরো নিচে নেমেছিলো কি না আমি সেটা খেয়াল করিনি। অল্টকয়েনে পুরাই ব্লিডিং হচ্ছিলো। অনেকের অনেক পজিশন লিকুইডেট হয়ে গেছে। এর পিছনে কোনো ব্যাড নিউজ ছিলো কি না, এটা কি কেউ জানেন?

আবার হুট করেই কালকে রাতে বিটকয়েন প্রায় ১০% আপ হয়েছে। একবার তো মনে হচ্ছিলো অল্ট সিজন ছাড়াই বুল রান শেষ হয়ে যাচ্ছে। কিন্তু কালকের সেই পাম্প এর পেছনে কি কোনো গুড নিউজ ছিলো? আপনাদের এন্যালাইসিস কি বলে?
এখানে আপনাদের মত বিজ্ঞ জনদের কথা শোনার জন্যই আমরা মাঝেমধ্যে উঁকি ঝুঁকি মারি। আপনারা আলোচনা করবেন আমরা শুধু শ্রোতা হিসেবে হুহু করব। যেমন গ্রামে মুরুব্বিরা গল্প করলে আমরা নাতিপুতিরা শুধু হু হু করেছি এখানেও তাই করব।
বিটকয়েন যেভাবে বৃদ্ধি পায় আবার ঠিক সেভাবেই নেমে যায়। আমার ওয়ালেটে খুব অল্প পরিমাণ বিটকয়েন আছে তাই মাঝেমধ্যে দেখি ৩০-৩৫ সেন্ট কমে গেছে আবার দেখি 30-35 সেনট বৃদ্ধি পেয়েছে। যা হোক মাঝেমধ্যে রাজনীতিক কোনো কারণে বিশ্ব অঙ্গনে বিশ্ব নেতাদের দু'চারটা কথায় মার্কেট বাড়ে আবার দু চার জনের কথায় মার্কেট কমে। এভাবেই তো হয়ে আসছে।