Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Z_MBFM
on 04/03/2025, 08:16:24 UTC
মার্কেট বড়সড়ভাবে ম্যানুপুলেট করা হইছে ভাই। তা না হলে ইথার জীবনেও ২কে রেন্জে আসতো না। আর নিউজ বলতে ট্রাম্প ট্যারিফ ঘোষণা করায় সেটা মার্কেটে প্রভাব ফেলছিলো।

আমাদের মতো সাধারন মানুষ যাবে কই সেটাই বুঝতে পারছি না। প্রথমে বিটকয়েন ৯৭ থেকে ৭৯ হাজারে চলে আসলো। আবার এক রাতের ব্যাবধানে মার্কেট মুভমেন্ট করে ৯৬ হাজারের দিকে পাম্প করলো। দেখে মনে হলো যে মার্কেট রিকভার হয়ে গেছে। এখন আপট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা আছে। ২৪ ঘন্টার ব্যাবধানে আবারো মার্কেট ক্রাশ করে বিটকয়েন এখন ৮৩ হাজারে অবস্থান করছে। কি একটা অবস্থা! সব চাইতে বেশি চাপ যাচ্ছে সম্ভবত ফিউচার ট্রেডারদের ওপর দিয়ে।

মার্কেট যে ম্যানুপুলেশন হচ্ছে, সেটা কিছুটা ধারনা করা যায়। আমরা আসলে জানি না এরকম ম্যানুপুলেশনে কে জড়িত। তবে এক্সচেন্জগুলো এই সব ম্যানুপুলেশনে থাকতে পারে। কারন ওরা মার্কেট সাইজ বুঝে ট্রেডারদের লিকুইডেট করিয়ে দেয়ার জন্য এরকমটা করতে পারে বলে মনে হয়। তাতে তো ওদেরই লাভ সব।
ইচ্ছে করে মার্কেট এমন ম্যানুপুলেট করা হচ্ছে, সব ছোট খাটো ইনভেস্টরদের দেউলিয়া করে লস এ বিক্রি করাবে তারপর মার্কেট টান দিবে কারণ তখন মার্কেট পুরো তাদের কন্ট্রোলে থাকবে। এই ম্যাণুপুলেট থেকে মার্কেট বের হলেই দেখবেন মার্কেট কি পাম্প দেয়। চুপ চাপ মাল নিয়ে বসে থাকেন। হোল্ড সবসময়ই গোল্ড হয়। তাই মার্কেট দেখে ঘাবড়ানোর কিছু নেই।

বিটকয়েনের দাম $70k তে আসার অনেক বড় একটা সম্ভবনা আছে আর হয়তোবা সেটাই হবে বিটকনের সর্বনিম্ন দাম এই কারেকশনে। ট্রাম্প যেমন ক্রিপ্টো দুনিয়ার জন্য আশীর্বাদ ছিল ঠিক তেমনই ট্রাম্প এর বিভিন্ন কর্মকাণ্ড ছোট ছোট ইনভেস্টরদের দেউলিয়া কইরা ছেড়ে দিয়েছে।