Post
Topic
Board Other languages/locations
Re: ফেব্রুয়ারি মাসের একটিভিটি ২০২৫
by
Crypto Library
on 07/03/2025, 20:50:02 UTC
6. Review Master [321]  
কি একটা অবস্থা, পুরো একমাস কোনো পোষ্ট করতে পারি নাই। যত চেষ্টাই করি নাহ কেনো, কোনো নাহ কোনো কাজে ব্যস্ত হয়ে যাই। web3 job নাহ করলে হয়তো এখানে আরো সময় দিতে পারতাম, কেননা ফেব্রুয়ারী মাসেই একটি বড় প্রজেক্টের rebranding হইলো এবং সেটি নিয়ে ব্যস্ত ছিলাম।
প্রতিদিন সকলের পোষ্টের নোটিফিকেশন পাই, ভাইবা রাখি যে, কাজ শেষ করে ঘুমাতে যাওয়ার আগে পোষ্ট করবো কিছু। কিন্তু পোষ্ট আর করা হয়ে উঠে নাহ। দেখি এইমাসে কি হয় এবং সকলের জন্য শুভকামনা রইলো।  Wink
আপনি ভাই কাজ চালাই যান, জাস্ট সময় পাইলে ঘুমাতে যাওয়ার আগে কিছু সাজেশন এবং পোস্ট দিয়ে আমাদের কেউ আপনার মতন ব্যস্ত হয়ে ওঠার সুযোগ করে দিন।
আমারও ভাই অনেক দিনের আশা যে আপনার মতন ব্যস্ত হয়ে যাব  Smiley
যতক্ষণ না ETH বাড়ে ততক্ষণ অল্টকয়েন বাড়বে না। আগে ইথারকে পাম্প করতে হবে, তখন দেখবেন অল্টও পাম্প হওয়া শুরু করছে। এই কিছুদিন ধরে হয়তো খেয়াল করছেন, বিটকয়েন ৯০কে থেকে এক ধাক্কায় ৮০কে তে আসে আবার আস্তে আস্তে ঠেলতে ঠেলতে ৯০কে তে যায়। বাট ইথার ৩কে দিয়ে ২.২কে তে নামার পর থেকে ডিকলাইন খাইতেই আছে খাইতেই আছে, ১০০-২০০ ডলার পাম্প হয় আবার আগের পজিসনে। এজন্য মূলত অল্ট পাম্প হচ্ছে না। এটা জানেন কিনা জানিনা, ইথারের এমন খারাপ পারফরমেন্সের কারণে অনেকের পজিসন লিকুইডেট হয়ে গেছে (আমি সহ)।
সমস্যা নাই লিকুইডেশন খাইতে থাকেন আপনারা আমরা লিকুইডেশন না খাইলে মার্কেটে কিভাবে আল্ট সিজন আসবে  Grin
 আমার বিটকয়েন এর সেল প্রাইস প্রথমে টার্গেট ছিল ১ লাখ এবং তার থেকে এখন বেড়ে এক লাখ বিশ করেছিলাম এখনো হোল্ডিং করে রেখেছি কারণ একটাই যে ইথারিয়াম এখনো পাঁচ হাজারের উপরে যায়নি। তার মানে এখনো আল্টসিজন শুরু হয়নি যখন আর সিজন শুরু হবে তখনই সম্ভবত ইথারিয়াম ৫০০০ এর উপরে যাবে হয়তো বা ৬০০০ এর উপরেও। আর এই জন্য মার্কেটের এই ভয়াবহ অবস্থা দেখেও দাঁতে দাঁত কামড় দিয়ে বসে আছি।