Cut
ভাই আপনার অ্যাকাউন্ট দেখে মনে হচ্ছে আপনি আমার মত ফোরামে নতুন একজন সদস্য। কিন্তু আপনার এই পোস্টটি দ্বারা বোঝা যাচ্ছে আপনি অভিজ্ঞ একজন মেম্বার। কেননা ফোরামে যারা নতুন সদস্য তারা এত তাড়াতাড়ি ভালো মানের পোস্ট করতে পারবেনা। আমি দীর্ঘ এক মাস যাবত এই ফোরামের সাথে যুক্ত রয়েছি আমি এখন পর্যন্ত কোন কিছু সম্পর্কে বুঝে উঠতে পারেনি।
কিন্তু নতুন সদস্য হিসেবে আপনার এমন ভালো কোয়ালিটি মানের পোস্ট দেখে আমি অবাক । নতুন সদস্য হিসেবে কিভাবে এত ভালো মানের পোস্ট করা সম্ভব।
ভাই, এই লোকাল থ্রেডে আমার প্রথম পোস্টে আমি বলছিলাম যে আমি আমার এক চাচার কাছ থেকে এই ফোরামের কথা শুনে এখানে যুক্ত হয়ছি। আমার ঐ চাচা এই বিষয়ে অনেক বছর ধরে কাজ করতেছে এবং এই বিষয়ে তার অভিজ্ঞতাও অনেক বেশি। তিনি আমাকে এই বিষয়ে অনেক বুঝাইছেন। আমিও তার কথাগুলা মন দিয়ে শুনছি। তিনি আমাকে এই ফোরামের অনেক নিয়মকানুন বলছেন। কি পোস্ট করা যাবে, আর কি পোস্ট করা যাবে না সেটা অনেক ভালোভাবে উদাহরণসহ বুঝাইছে। আমি এই ফোরামের সকল নিয়মকানুনের পোস্টগুলা অনেক ভালোভাবে পড়ছি। ব্যাস, এভাবেই আমি মোটামুটি মানের পোস্ট করতেছি।
