Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Royal Cap
on 14/03/2025, 13:51:52 UTC
ভার্চুয়াল জগতেও যে ভালো রোজগার করা যায় সেটা আদিকালের মুরব্বিগণ বোঝে না।

Quote
ভাই মুরুব্বিদের কথা বাদ দিয়ে দেন, তারা অনলাইনে যে ইনকাম করা যায়, সেটা বুঝতেই চায় না

ভাই মুরুব্বীরা মনে করবে না কেন বলেন?
এখন গ্রামের বা শহরের বলেন না কেন প্রায় বেশিরভাগ পোলাপানি জুয়ায় আসক্ত। পারলে তারা জায়গা জমি বেইচা জুয়ায় খেলে। আমাদের এক আত্মীয় এর গ্রামের এক লোক আছে সে জুয়ায় খেলে হারে আর তার বাপ জমি বেইচা সেই টাকা পরিশোধ করে।
আর অনেক মানুষ আছে তো যারা অনলাইনের জুয়া খেলাকেই ফ্রিল্যান্সিং মনে করে ।

কয়েকদিন আগে তো একটা বড়সড় স্কামিং হইলো আপনারা প্রায় সবাই জানেন। ( সবাই প্রায় কলও পেয়েছেন)
তারাপ্রথমে কল দিয়ে হোযাটসাপ এ নিয়ে যায় তারপর তাদের টেলিগ্রামে নিয়ে যায় তারপর কিছু টাস্ক দেয় যেমন প্লেস্টোর অ্যাপ এর রিভিও দেয়া ইত্যাদি। এগুলো করলে তাদের 300 টাকা দেয় প্রথমে।
এভাবেই যারা লোভেপড়ে  নেক্সট স্টেপে যারা পা দেয় তারাই মারা খায়।
এভাবে প্রায় অনেকে আট থেকে দশ লাখ টাকা হারিয়েছে।
এই প্রতিবেদনটি দেখলে ভালোভাবে বুঝতে পারবেন সবকিছু :- https://youtu.be/YhV2HuaJogI