এতো দূরের হিসাব আমি করি নাই লল। তবে এখানে কথা হলো প্রাইজ তো আর আপনি একা পাবেন না। সবাইকে নিয়ে দেয়া হবে। এখন যদি ২০০ জন এখানে এলিজেবেল হয় তাহলে ৮০০০ হাজার ভাগ ২০০ মানে ৪০ ডলার পার পারসন। ফিসিং ওয়েবসাইট বানানো, হোস্টিং করা এসবেই সব শেষ, দিনশেষে থাকবে কি স্ক্যামারদের হাতে। তবে হ্যাঁ এটা সত্য, ১০ টাকা হোক বা ১০০০০ টাকা হোক, এবিউজাররা থাকবেই।
আমি বেশ কিছু একাউন্ট নোটিশ করলাম, ফিশিং ক্যাম্পেইনটিতে, যারা "recently woke up"। বুঝতেই পারতেছেন কি ঘটতেছে ভেতরে ভেতরে। যখনই এমন ক্যাম্পেইন, কনটেস্ট চালু হয় তখনই একদল অল্ট একাউন্ট উড়ে এসে জুড়ে বসে। হয়তো সবাই না বাট অনেকের গতিবিধি কর্মকাণ্ডই সন্দেহজনক। হতে পারে কোনো অল্ট ফার্মের অংশ।
আপনার কি আসলেও মনে হয় যে এই ক্যাম্পেইনে ২০০ জন লোক অংশগ্রহণ করবে? তাও আবার শুধুমাত্র একটি ডোমেইন ডাউন করার জন্য!!
যেটা সন্দেহ করেছিলাম সেটা অলরেডি শুরু হয়ে গিয়েছে হাহাহা।
কর্পোরেট জব বা সরকারি জব করেও বড় অংকের টাকা কামানা যায়, ইও নো হোয়াট আই মিন, লল। যাইহোক আমি মনে করি যে, এই ধরনের জব নিঃসন্দেহে অনেক ভালো, এবিষয়ে কোনো সন্দেহ নেই। এই টাইপ জব একটা স্টেবল ইনকাম সোর্স নিশ্চিত করে। তবে "সাপ্লাই এন্ড ডিমান্ড" বলতে একটা কথা আছে। আর দেশের জব সেক্টরগুলোর যা অবস্থা তাতে জব পাওয়াই দুস্কর। এজন্যই হয়তো আমার আশেপাশে যারা আছে তারা আপওয়ার্ক, ফাইবার টাইপ মার্কেটপ্লেসগুলোতে বিদেশি ক্লায়েন্ট ম্যানেজ করে, নয়তো ডাইরেক্ট বিদেশেই পাড়ি জমায়।
আপনি বিশ্বাস করবেন না, অনেক ভালো ভালো ডিগ্রী করা মানুষ জব ছেড়ে সেল্ফ ইমপ্লয় হওয়া শুরু করতেছে। আমার এক বড় ভাই (সর্ফটওয়ার ইন্জিনিয়ার), জব ছেড়ে নিজের একটা প্রতিষ্ঠান দাড় করিয়েছে, সেখানে তিনি নিজে ভিডিও ইডিটিং এর কাজ করে। সাথে তার এক এক জন টিম মেম্বার এক এক কাজে পারদর্শী। একজন গ্রাফিক্স ডিজাইনার, একজন ওয়েব ডেভেলপার, আরেকজন Wordpress, Shopify, SEO স্পেশালিষ্ট। মানে ফুল প্যাকেজ, ছোট খাটো স্টেডিও বলা চলে। শুধু এই না তারা অন্যদেরও কাজ শেখায়। অনেকে বলে কোর্স ব্যবসায়ী কোর্স ব্যবসায়ী, তবে তারা শতখানেক স্টুডেন্ট নেয়না, ৮-১০ জন আর কোর্স শেষে ইন্টার্নশিপের সুযোগ। আমি এমন কম প্রতিষ্ঠানই দেখছি যেখানে ইন্টার্ন শিপের সুযোগ দেয়।
আমি হয়তো একটু অন্য দিকে চলে গেলাম আপনার মতো, সরি।
ডোন্ট ট্রাই টু কফি মি।
আমি আসলে এদের কথাই বলতেছিলাম।
আমি আসলে কর্পোরেট জব করার বিপক্ষে থাকে অলওয়েজ। কিন্তু নিজের মনের সুপ্ত বাসনা সবসময়ই থাকে তবে যখন দেখি এই সেক্টরে ফ্রিডম নেই তখন আবার মনে হয় ফ্রিল্যান্সিং সেক্টরি ভালো।
যদিও এখানে সবসময় একটা টেনশন থাকে ক্লায়েন্ট পাওয়ার জন্য কাজ পাওয়ার জন্য ইত্যাদি ইত্যাদি। তবে যাদের মাথায় ঘিলু আছে এবং সময়ের সাথে সাথে নিজেকেও আপগ্রেড করে তারা কখনো বসে থাকে না আর একটা পর্যায়ে আপনি যার কথা বললেন এই রকম ইন্টারপেনারশিপ এ রূপান্তরিত হয়।
যাইহোক এখন আমি আমার আজকের কথায় আসি আপনাদের মধ্যে কেউ কি এমন কোন সাইট এর নাম বলতে পারবেন যেখানে ব্লক চেইন ডেভেলপমেন্ট এর বেসিক থেকে প্রো লেভেল পর্যন্ত গাইডলাইন দেওয়া আছে?
আমি আসলে w3school এর মতন কোন ওয়েবসাইট খুজতেছি। কিন্তু কোন ওয়েবসাইট বেটার হবে শেখার জন্য/ জানার জন্য এখনো বুঝতে পারতেছি না।