Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Crypto Library
on 20/03/2025, 18:45:06 UTC
যাইহোক এখন আমি আমার আজকের কথায় আসি আপনাদের মধ্যে কেউ কি এমন কোন সাইট এর নাম বলতে পারবেন যেখানে ব্লক চেইন ডেভেলপমেন্ট এর বেসিক থেকে প্রো লেভেল পর্যন্ত গাইডলাইন দেওয়া আছে?

আমি আসলে w3school এর মতন কোন ওয়েবসাইট খুজতেছি। কিন্তু কোন ওয়েবসাইট বেটার হবে শেখার জন্য/ জানার জন্য এখনো বুঝতে পারতেছি না।
আপনার জন্য ভালো শুরু হতে পারে এই আর্টিকেল- https://www.geeksforgeeks.org/blockchain/
আপনি ভাই বাইচা আছেন? মানে অনেকদিন পরে দেখলাম তাই আর কি বলতেছি।

যাই হোক ধন্যবাদ ভাই ওয়েবসাইটটির সাজেশন  দেওয়ার জন্য। আর ভাই এটা তো জাস্ট আর্টিকেল না বলতে গেলে ব্লগ চেইন রিলেটেড এ টু জেড এখানে রয়েছে যাই হোক আজকে একটু বস ছিলাম। অনেক কিছু বিষয় দেখতেছি আমি অলরেডি জানি এবং তার চাইতেও বেশিরভাগ বিষয়ে আমি জানিনা।
এবং সেই সাথে সাথে এটাও বুঝতেছি যে এই সমগ্র বিষয় অনেক টাইম নিয়ে বুঝতে হবে না হলে যা করব তাই বমি করে ফেলে দিব।

যাই হোক ভাই আপনি কি ব্লক চেইন ডেভেলপমেন্ট নিয়ে কোন কাজ করেন বা এর সাথে যুক্ত রয়েছেন?