Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
LDL
on 08/04/2025, 05:03:07 UTC

বন্ধু আরব দেশের নেতারা এখনো চুপ। সারা দুনিয়াব্যাপী ফিলিস্তিন ইস্যুতে স্ট্রাইক চলতেছে এর মধ্যে আজকে হিজরাইলের এক মন্ত্রী কে আরব আমিরাতে ব্যাপক রাষ্ট্রীয় সম্মান দেখানো হইছে। এই হলো মুসলিম বিশ্বের নেতাদের অবস্থা।

তুমি তো জানোই আমি নিজেও মাসখানেক আগে একটা আরবদেশে আসছি এবং এখনো এখানেই আছি। এই দেশে এখন পর্যন্ত এসব বিষয়ে কাউকে তেমন কথা বলতেই দেখলাম না। সবাই আছে আমুদ ফুর্তি আর মেয়ে নিয়ে ব্যাস্ত।

আমাদের এলাকায় আমার সংঘঠনের মাধ্যমে বাজার থেকে সব হিজ্রাইলি পন্য অপসারনের কার্যক্রম ঘোষনা করা হইছে। প্রথমে সবাইকে বোঝানো হবে এর পরেও যারা না মানবে তাদের বিরুদ্ধে আমরা স্থানীয়ভাবে ব্যাবস্থা নিবো।

Free Palestine 🇵🇸
Free Gaza 🇵🇸
ভাই একটা প্রতিবেদন দেখলাম এক বাংলাদেশী ছেলে বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই ধরনের নীতিমালার ভিত্তিতে দেশ পরিচালনা করতো। কিন্তু আমাদের মুসলিম উম্মাহর নেতারা মূলত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সেই দুই নীতিমালা ভূলে গিয়ে নিজেদের গড়ানো নীতিমালার ভিত্তিতে নেতা নির্বাচন করতে লাগলো। ফলে এক এক দেশে একএক নীতিমালার সরকার গঠন করতে আরম্ভ করলো। আগে মহানবীর নীতিমালাতে সকল দেশে একতন্ত্রের নেতা ছিল । একজন নেতা যে নীতিমালার আলোকে রাষ্ট্র পরিচালনা করেছেন সকল মুসলিম প্রধান দেশে একই নীতিমালা প্রণয়ন হতো। ফলে সকল মুসলিম বিশ্ব একযোগে এক নীতিতে অবিচল থাকতো। তাই মুসলিম বিদ্বেষী দেশগুলো মুসলিম উম্মাহর দেশের প্রতি কুনজর তো দূরের কথা চিন্তা পর্যন্ত করতে পারতো না।