Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Wonder Work
on 10/04/2025, 11:37:54 UTC
আজকে আমি আমার লোকাল বোর্ডের পোস্ট দেখে অবাক হয়েছি সবাই একটিভ এবং অফুরন্ত পোস্ট করতেছে। লোকাল ভোটের সময় দিচ্ছে সবার সাথে তথ্য আদান প্রদান হচ্ছে এটা দেখে খুবই ভালো লাগছে। সবার কাছে রিকোয়েস্ট থাকবে সবাই এক্টিভ থাকবে লোকাল বোর্ডকে এগিয়ে দিয়ে যেতে।

ইভেন আসিফ মাহমুদ সজিব ভূইয়া তার পেইজ থেকে এটা শেয়ার করেছে। যখন কয়েকজন পয়েন্ট করলো যে এগেুলো তো পুরাতন ডাটার ওপর বেইজড করে করা হয়েছে, তখন তিনি পেইজ থেকে পোষ্ট রিমুভ করে দিয়েছে। কি একটা অবস্থা। সবাই খালি হেডলাইন দেখে।
আমি নিজে এরকম কোন পোস্ট করি না ভাই যাচাই-বাছাই ছাড়া তবে আমি এই পোস্টটা দেখার পরে একটু যাচাই বাছাই করার পর দেখলাম না রে ভালো ভালো ইউজাররা এটা নিয়ে কথা বলেছে। এর মধ্যে আমি অলরেডি পোস্টটা করে ফেলেছি পোস্টটা করার কিছুক্ষণ পরেই আমি আবার দেখলাম এটা নিয়ে সমস্যা আছে। পরবর্তী সময়ে এটার ডিলেট না করে রেখে দিয়েছি ডিলিট দিলেও কি রকম হয়। যাইহোক ভাই বাংলাদেশ নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে এটা ঠিক। আমরা শেষ বেলায় এসে এরকম একজনকে পেয়েছি যার মাধ্যমে আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর একটা সুযোগ পেয়েছি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।

যদি এরকম হয় পায় তাহলে দেখা যাবে আমাদের মত সাধারণ ইউজারদের জন্য স্টারলিং ব্যবহার করা অসম্ভব হবে। বড় বড় কোম্পানি বা প্রতিষ্ঠান গুলা চালাতে পারবে তাছাড়া আমাদের মত ছোট ইউজারদের জন্য এত দামি স্টাডিং ব্যবহার করা সম্ভব হবে না। তবে আমার কাছে মনে হয় বিকল্প কোনো কিছু বের হবে যার মাধ্যমে কিট ব্যবহার করে স্টারলিং ব্যবহার করা যেতে পারে। আপনি যে সাবমেরিন গুলোর কথা বললেন সেগুলো অন্যরকম সেগুলোর সাথে এরকম সাধারণ ইউজারদের মেশানো যাবে না।

কয়েকদিন আগে একটা ভিডিও দেখেছিলাম যেখানে বলা হয়েছিল  শুধুমাত্র স্টার্লিং এর রাউটার(Gen 3 Router) ব্যবহার করে 20 থেকে 30 জন মানে ডিভাইসের কথা বলতেছি ডিভাইস কানেক্ট করে চালাতে পারবেন।
তবে যদি একটু ভারী ইউসার হয় তাহলে সেখানে ৫ থেকে ১০ জন একদম বেটার এক্সপেরিয়েন্সে চালাতে পারবে।

তবে  স্টার লিংক রাউটারে এই সুবিধাটি রয়েছে যে আপনি রাউটারকে অ্যাপস থেকে বাইপাস মোড এ দিয়ে যেকোন রাউটার আই মিন MikroTik এর মতন রাউটার গুলো দিয়ে একসাথে অনেকগুলো কানেকশন দিতে পারবেন। তবে কানেকশন দিলেই শুধু হবে না বুঝতে হবে আপনার স্পিড কতটুকু বেশি মানুষকে কানেকশন দিতে গেলে দেখবেন যে ভালো ব্যবহারই করতে পারছেন না। ওই যে সর্বোচ্চ লিমিট ২০ থেকে ৩০ জন।
এই ধরনের সিস্টেম থাকবে ভাই তাছাড়া এত ব্যয়বহুল স্টারলিং ব্যবহার করা খুবই কষ্টসাধ্য হয়ে যাবে। আর বাঙালি যে মানুষ এটা সিস্টেম করে একটা লাইন বের করে ফেলবে।