তোমারে কে কইছে? স্টারলিংক তোমারে তোমার ফ্রিডম দিবে। যদি তুমি পারো তাইলে ব্যাবসা করো এটা দিয়ে। কিন্তু মজার ব্যাপার হইলো কেউ তেমন সুবিধা করে উঠতে পারবে না। কারণ হলো বাংলাদেশের গ্রাম এলাকার যেই রাজনীতি, তুমি চাইলেই একটা এলাকায় বিজনেস করতে পারবা না। আমারেলাকায় আমি বিজনেস করবো বলছিলাম মনে আছে? কয়েকটা বড় বড় কোম্পানীর সাথে আলাপ তুমি নিজেই করেছো, এখন বড় সমস্যা হচ্ছে হাটুর জোর।
আমার এলাকায় যদি আমার হাটুর জোর অন্যের চাইতে কম থাকে, তাহলে বিজনেস সেই করবে, আমি পারবো না। গ্রামের বিজনেস পলিসি গুলো খুবই খারাপ। এসব এলাকায় নেট প্রোভাইডার হচ্ছে ডিস লাইন ব্যাবসায়ীরা। তারা ক্ষমতার ব্যাবহার করে মনের ইচ্ছে মতো বিজনেস করে। তুমি চাইলেই সেখানে বিজনেস করতে পারবা না।
আল্লাহ আমাকে সামর্থ্য দিলে আমি নিজেই এই বিজনেস করতাম।
বন্ধু ব্যাবসার সুযোগ দিবেনা আমি তো বলিনি। হোম ইউজাররা ব্যাবসা করতে পারবেনা। যারা ব্যাবসা করে তাদের জন্য ব্যান্ডউইথ সুবিধা দিতে পারে। কেউ যদি মনে করে হোম কীট নিয়ে এলাকায় ব্যাবসা চালাবে সেটা হবেনা। আর হাটুর জোর বাংলাদেশের সব জায়গায় আছে। তুমি তো জানো আমি একটা কোম্পানির সাথে যুক্ত আছি। অরবিটের রিজিওনাল পার্টনার আমরা। এখানে আরো কয়েকটা কোম্পানি আছে। কয়েকদিন ফাইবার কাটছে বিরক্ত করছে। একদিন তাদের যখন আখেরি ধরা ধরছি বাপ বাপ ডেকে এখন সব সোজা। না কিছু করতে পারে না কিছু বলতে পারে। এখানে পয়েন্ট হলো আমার জোর আছে দেখেই অই কোম্পানি টিকে আছে আর যদি না থাকতো অনেক সমস্যা হতো। আমাদেফ এরিয়াতে স্বাধীন ওয়াইফাই ঢুকছে। আমি নিজে তাদের অনেক নির্দেশনা দিছি। কোন এরিয়ায় ঢুকতে গেলে কোনদিকে ফাইবার টানতে হবে আমি নিজে মাঠে গিয়ে দেখিয়ে দিছি। যদি শুধু আমি চাই আমার এলাকায় স্বাধীন ব্যাবসা করতে পারবেনা। কিন্তু একজনের রিজিক অন্যকেউ খাইতে পারেনা। এমনকি যেই কলেজে আমার একচেটিয়া নিয়ন্ত্রন আছে সেই কলেজে স্বাধীন লাইন দিছে আমি নিজে উপস্থিত থেকে স্বাধীনের লাইন কলেজে দিতে সহায়তা করছি। যদি আমি না চাইতাম স্বাধীনের বাবারও ক্ষমতা ছিলোনা কলেজে লাইন দেওয়ার।