Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
DYING_S0UL
on 13/04/2025, 18:56:37 UTC
যে দেশে সবচেয়ে কম খরচে স্টারর্লিং চালাচ্ছে সেই দেশ থেকে নিজেদের লোক থাকে তাহলে সে লোকের মাধ্যমে অবশ্যই এই দেশে এনে আমরা কোন খরচে ব্যবহার করতে পারব। দারুন আইডিয়া। যেহেতু এখন পর্যন্ত ইতালিতে হয়তো সবচেয়ে কম খরচে এই নেট চালানো যাচ্ছে সেহেতু কিছুদিন অপেক্ষা করুন বিশ্বের বিভিন্ন দেশ যদি এই নেটওয়ার্ক ব্যবহার করে থাকে এবং যেখানে সবচেয়ে কম খরচে ব্যবহার করা যায় সেখান থেকে যদি আমরা লোকজন মাধ্যমে এই দেশে আনতে পারি তাহলে কি চালানো সম্ভব?


আমার তো মনে হয় সম্ভব। তবে যেহেতু আমি নিজে ব্যাবহার করিনি, তাই বলতে পারছি না। তবে আমি ইউটিউবে দেখেছি একজন মালদীপ এর জন্য তার ষ্টারলিংক ডিভাইস কিনেছে, এবং সেটা বাংলাদেশে এনে ব্যাবহার করছে, এবং সেটা ভালোই স্পিড দিচ্ছে। আমি যে ভিডিও টা দেখেছিলাম, সেটা আর খুজে পাচ্ছি না। আমার মনে নেই যে চ্যানেলের নাম কি ছিলো, কিন্তু ষ্টারলিংক বাংলাদেশ লিখে সার্চ করলে অনেকগুলো পুরাতন ভিডিও সামনে আসে এর মধ্যে একটা হলো এটা https://www.youtube.com/watch?v=sTxKwBjrFVs

দেখা যাক বাংলাদেশে অফিশিয়াল ভাবে আসার পর এখানের প্যাকেজ রেট গুলো কতো দেয়। আশা করি বাংলাদেশের জন্য রেট টা একটু কম হবে। তাহলেই কেবল এটা জনপ্রিয়তা পাবে। অন্যথায় শুধু কোম্পানি গুলোই ষ্টারলিংক ব্যাবহার করবে।

ভাই এমন যদি পসিবল হতো তাহলো সবাইই এমন করতো। আলাদা আলাদা কান্ট্রি ওয়াইজ সাবক্রিবসন প্রাইজ সেট করতো না। আমার এসব এইডিয়ার কথা শুনলেও মাথা চক্কর দিয়ে আসে। বাঙালি পারেও বটে। যত চোরা বুদ্ধি শুধু আমাদের মাথায়ই। লল। Grin

যাইহোক ভাই আপনি যে পূর্বে বল্লেন দেশে আগে থেকেই আনঅফিসিয়ালি স্টারলিংক ছিলো/আছে ওর ভিত্তিতে কোনো সোর্স আছে আপনার কাছে? আমি এই বিষয়ে অবগত ছিলাম না। দেশে স্টারলিংক ছিলো (পরিক্ষামূলকভাবে) বাট নিউজ হলো না, হাসিনা নিউজ করলো না, এটা বিশ্বাসযোগ্য না (সারকাজম করলাম)।