দেখা যাক বাংলাদেশে অফিশিয়াল ভাবে আসার পর এখানের প্যাকেজ রেট গুলো কতো দেয়। আশা করি বাংলাদেশের জন্য রেট টা একটু কম হবে। তাহলেই কেবল এটা জনপ্রিয়তা পাবে। অন্যথায় শুধু কোম্পানি গুলোই ষ্টারলিংক ব্যাবহার করবে।
https://youtu.be/q5OAVij3mr0?si=o0I1R0C7PLBbphdeএই ভিডিওতে দেখলাম স্টারলিং এর সংযোগ নেওয়ার সময় যে সমস্ত এন্টিনা, রিসিভার কিনতে হবে, সব মিলিয়ে সংযোগ নেওয়ার সময় সম্ভাব্য খরচ পড়বে প্রায় ৩৫০ থেকে ৬০০ ডলার, এই জায়গায় আমি সর্বনিম্ন ৩০ হাজার টাকা ধরলাম, আর মাসিক সাবস্ক্রিপশন ফি ১২ থেকে ১৭ হাজার (সম্ভাব্য), কিন্তু এখানেও ধরলাম মাত্র ৫০০০ টাকা। কিন্তু ভাই, বাংলাদেশের মানুষ এত টাকা দিয়ে কি এই নেটওয়ার্ক চালাবে ? এদিকে ভাই আমার ৮০০ টাকার ওয়াইফাই, তাও আবার তিনজনের শেয়ারে চালাই, আর কি বলবো বলেন।
তবে যাই হোক না কেন, অন্ততপক্ষে বাংলাদেশের জন্য স্টারলিং এর খরচ যতটা সম্ভব কম হওয়া উচিত, তা না হলে স্টারলিং সাধারণ গ্রাহকের মাঝে খুব একটা গ্রহণযোগ্যতা পাবে না।
বাংলাদেশের মানুষকে আপনি কি মনে করেন এরা পারবে না, পারবে। ঈদের সময় যদি আপনি বাংলাদেশের সুপার মলগুলোতে মানুষের কেনাকাটা দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন বাংলাদেশের মানুষ কতটা সৌখিন। কেউ কেউ দেখলাম টপটেন থেকে ৮ হাজার টাকার গেঞ্জি কিনছে, কেউ ১৩-১৪ হাজার টাকায় জুতা কিনছে, ইত্যাদি ইত্যাদি। আপনি ভালোভাবে খেয়াল করেন যারা ১৩-১৪ অথবা ৮-১০ হাজার টাকা গেঞ্জি কিনে পড়তে পারে তারা বাংলাদেশে ওই স্টার্লিং হোক অথবা অন্য কোন বড় নেটওয়ার্ক হোক তারা চালাতে পারবে। তাদের কাছে ঐরকম চালানোর মতো যথেষ্ট টাকা পয়সা আছে যদিও আমাদের কাছে নেই। অর্থাৎ যার যার অবস্থান থেকে চিন্তাভাবনা করার ধরন ভিন্ন ভিন্ন। যাদের সামর্থ্য আছে তারা দেখেন অনেকটাই খুশি আর যাদের সামর্থ্য নেই তারা এ বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছে না। আমার এক বন্ধু আছে সে তার স্ত্রীর জন্য গত রোজার মধ্যে এক লক্ষ টাকা বাজেট দিয়েছে অথচ আমার পরিবারের সকলের মিলে ৫০ হাজার টাকা বাজেট দেওয়ার মতো সামর্থ্য আমার নেই। অর্থাৎ যার কাছে সামর্থ আছে তার কাছে টাকা পয়সা খরচ করা কোন ঘটনা না কিন্তু যার কাছে সামর্থ্য নেই তার কাছে ৫০০ টাকা অনেক কঠিন।