Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলা (Bengali)
by
Z_MBFM
on 15/04/2025, 16:31:19 UTC
⭐ Merited by Bd officer (1)





ভাই বৈশাখ বাংলার ঐতিহ্য তবে তাই বলে এটি ইসলামের দৃষ্টিতে উদযাপন করা পাপ। আপনারা যে ছবিগুলো এখানে পোস্ট করেছেন আমরা মুসলমান হিসেবে এই ছবিগুলো নিয়ে মাতামাতি করা উচিত না। মাত্র কয়েকটা মেরিটের জন্য সবকিছু ভুলে যা ইচ্ছা তা করা উচিত না। আপনারা যে ইমেজ গুলো এখানে পোস্ট করেছেন এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের মূর্তির ছবি রয়েছে এগুলো এখানে দেখতে খুবই খারাপ দেখাচ্ছে। এখানে অন্য কোন ধর্মের কেউ থাকলে দয়া করে মন খারাপ করবেন না। যেহেতু অধিকাংশই এখানে মুসলমান আর যারা পোস্ট করেছে তাদের পূর্বের পোস্ট থেকে বুঝতে পেরেছি যে তারা নিজেরাও মুসলমান তাই তাদের থেকে এগুলো আশা করা যায় না। কোন হিন্দু ভাই যদি এগুলা পোস্ট করতো তাহলে আর মেনে নেওয়া যেত।