Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Cpt_reader
on 18/04/2025, 16:18:20 UTC
https://talkimg.com/images/2025/04/16/xonFP.png
আপনারা কে কে Paws এয়াড্রপ করছিলেন? ওরা এটা কি করলো বুঝলামই না কিছু। এই দামের লিস্টেড করার চেয়ে স্ক্যাম করলেও ভালো হইতো। এর জন্যই ওরা বাইনান্সে আসতে পারে নাই। এরকম দামে লিস্টেড হবে এটা অন্যান্য এক্সচেঞ্জার গুলোতেই সম্ভব লিস্ট করানো। বাইনান্সে এরকম দাম হলে ডিলিটেড দিকে চলে যায়। গ্রাহকদের থেকে প্রচুর পরিমাণে আর্ন করে নিয়ে গেছে কিন্তু শেষমেষ গ্রাহকরা লস খাইয়ে গেল। আবার বিশেষ করে যারা প্রি মার্কেটে কিনেছিলো তারা অনেক বড় ধরনের লস খেয়েছে। আপনাদের কি অবস্থা আপনারা কেউ প্রি মার্কেটে বাই সেল করেছিলেন?
ভাই আমি উপরে এই বিষয় নিয়ে পোস্ট করেছিলাম, paws নিয়ে অনেকেই অনেক কথা বলেছে, আমাদের এখানে এখনো কিছু লোকে এই টেলিগ্রাম মাইনিং এয়ারড্রপে জয়েন করে, তারা কেউ কেউ বলেছে paws $০.০১ করে হবে। আমি তাদের বলেছিলাম আগে লিস্টিং হোক তার পর বলো, যেটা হবার সেটাই হয়েছে, শেষে আমার কথাই সত্যি হয়েছে। সেই হামস্টার ক্যামবট মুলা ধরিয়ে দেওয়ার পর থেকে এই মাইনিং প্রজেক্ট গুলো বাদ দিয়ে দিয়েছি। এখনো যারা এই সব করে তাদের এগূলো থেকে দূরে থাকা উচিত। আমার দেখা দুটি প্রজেক্ট সেরা ছিলো, ভালো পেমেন্ট পেয়েছিলাম, not ও dogs এই দুইটা থেকে $১৫০ ডলারে মতো পেমেন্ট পাইছিলাম। যাইহোক, এখন অনেকেই hot নিয়ে বলতেছে এটাই শেষ ভরসা, দেখবেন hot একই হবে, সবই স্কাম প্রজেক্ট।
Hot , Blum যাই বলুন না কেন এরা যে পরিমাণ হাইপ হয়েছিল এখন তাদের হাইপটা বহুগুনে কমে গেছে। এখন জনগণ এদেরকে আর খায় না বরং এদের থেকে দূরে দূরে থাকার চেষ্টা করছে। টমেটো Toma, প্রায় তিন ডলার পরিমাণ খরচ করেছিলাম কিন্তু একটা টাকাও পাইনি, পাওস আমার অ্যাকাউন্টটি খুঁজে পেলাম না তারা নাকি কিছুদিন ইনএকটিভ থাকলে একাউন্ট বাদ দিয়ে দিয়েছে। যাহোক ভালই হয়েছে এই সমস্ত পচা প্রজেক্ট থেকে কিছুই  যে পাইনি এখন সেটাই ভেবে ভালো লাগছে। ভুলুম ও হট থেকে আমরাও কুত্তার গু পাবো। Yes Coin তো স্ক্যাম প্রজেক্ট। এখন যারা টেলিগ্রাম মাইনিং করার ইচ্ছা আছে তাদের ইচ্ছা আর থাকবে না কেননা এগুলো আপনি শত বছর করলেও কোন বেনিফিট পাবেন না শুধু শ্রম আর তাদের যে মাঝেমধ্যে ট্রানজেকশন করতে বলবে ওই ট্রানজেকশন করলে উনাদেরই লাভ হবে আপনার কোন লাভ হবে না। তাই এ সমস্ত ফাঁকিবাজদের থেকে দূরে থাকাই বেটার।

এইসব ফাও টেলিগ্রাম বেইজড প্রজেক্ট গুলো করে লাভ নাই আর, আজাইরা সময় আর অর্থ নষ্ট। দিনশেষে সবাই মুলা ধরায় দিবে। আমি নিজেও ট্রেন্ডে গা ভাসায়ে ট্যাপসোয়াপ, বুলুম, ইয়েসকয়েনের মতো প্রজেক্টগুলো করা শুরু করছিলাম। আশেপাশে যতো পোলাপাইন ছিলো সবাইকে দেখতাম সারাদিন ঐসব বালের বটগুলো ইউজ করতো। চাপাচাপি করতো, কয়েন জড়ো করতো! আমার নিজের কাছেও কত শত যে মিলিয়ন মিলিয়ন কয়েন/পয়েন্ট আছে! এক দুই সপ্তাহের জন্য করছিলাম, তারপর মনের ভুলেও লগিন করিনাই আর। এতো আমার জাস্ট কিছু সময় নষ্ট হইছে, বড় ক্ষতি হয়নি। বড় মারা খাইছে তারা যারা পয়েন্ট বাড়ানোর ধান্দায় ইনভেস্ট করছিলো! ট্যাপসোয়াপে সম্ভবতো দুই বার এমন ইভেন্ট আসে যেখানে ১ বা ১০ টন দিয়ে কয়েন দ্বিগুন করা যেতো। ভাগ্য ভালো ওয়ালেটে টন ছিলোনা, তাই মারা টাও খাইনি।



আসলে কি বলবো ভাই এ বিষয়ে আমিও একজন ভুক্তভোগী। টেলিগ্রামে প্রায় সবগুলো প্রজেক্ট এই অংশগ্রহণ করেছিলাম। অনেক সময় ব্যয় করেছি, দিনরাত পরিশ্রম করেছি। রাতে মাঝেমধ্যে ঘুম থেকে উঠে টেলিগ্রামে ঢুকে পয়েন্ট আর্ন করেছি। রাতে ঠিকমতো ঘুমাই নাই। আবার সাত আটটা প্রজেক্ট এ ইনভেস্ট করেছিলাম। কিন্তু এতসব করার পরেও শুধুমাত্র হামস্টার থেকে 35 ডলার আর্ন করেছিলাম আর সবগুলাই বিফল হয়েছিল। এক থেকে দেড়শ ডলার খরচ করেছিলাম। আর এখন টেলিগ্রাম আইডিও ডিলিট করে দিয়েছি। অনেক ফালতু সময় পার করেছি। তবে এতসব কিছু হয়েছিল নট কয়েন সাকসেস হওয়ার পরেই, আমরা ভেবেছিলাম সবগুলো সাকসেস হবে।