Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
LDL
on 23/04/2025, 13:27:40 UTC
এমনকি আমরা এখনো একটি বোর্ড তৈরিতেও ব্যার্থ।  আমাদের রয়েছে @Little Mouse এবং @AB de Royse777 এর মতো স্বনামধন্য কেম্পেইন ম্যানেজার
AB de Royse777 বাংলাদেশের এই তথ্য আপনাকে কে দিয়েছে। এর ভিত্তিই বা কি?
নাকি এই থিওরি দাড় করানোর জন্য আপনাকে কেউ হায়ার করছে? গোপনে পেমেন্ট নিয়ে একটা থিওরি দাড় করানোর চেষ্টা করছেন নাকি? এমনিতেই ফোরামে তো বাংলাদেশি ইউজারদের পেছনে কুত্তা লেগে আছে, সেই কুত্তা গুলো কাউকে নেগেটিভ ট্যাগ দেয়ার জন্য সব সময় সুযোগ খুজতে থাকে। বাংলাদেশি ফোরাম ইউজারদের যারা ডিফেন্ড করে, বা যারা ক্যাম্পেইনে হায়ার করে, তাদেরকেও তারা বিভিন্ন যায়গায় অপমান করে। আপনার পোষ্ট এর মূল উদ্দেশ্য আসলে কি সেটা প্রকাশ করেন। Royse777 বাংলাদেশি, এই থিওরি দাড় করানোর জন্য কতো ডলার পেমেন্ট নিছেন? আর এটার ভিত্তি আসলে কি? আমি জানতে খুবই আগ্রহী।
একটি সত্য কথা বলেছেন। বাংলাদেশিরা গ্লোবালের কাছে একজন ফিলিস্তিনি নাগরিক। ইয়াহুদিদের মত ব্যবহার করে আমাদের সাথে। এখনো অনেক ইউজার আছে যারা আমাদের বাংলাদেশের ইউজারদের প্রোফাইল হোম পেজে এ্যাড করে রেখেছে এবং 24/7 আমাদের একাউন্টের সাপোর্টে রাখে। কোন বাংলাদেশের একাউন্ট থেকে যদি ভুল ইনফরমেশন ভুল করে দিয়ে দেয় তাহলে অবশ্যই অপমানিত পোস্টের হিড়িক পড়ে যায়। অন্যান্য দেশের ইউজাররা করলে কোন সমস্যা নেই কিন্তু আমরা ফিলিস্তিনিরা করলে তাদের ভাষা পরিবর্তন হতে সময় লাগে না। তাদের অপমানিত পোস্টের কারণে ভদ্র সমাজের কেউ পোস্ট করতে চায় না।

কোন ম্যানেজার কোনদেশি এটা আপনার (@BD User) আপনাকে বলছি আপনার কাজ নয়। আপনি ম্যানেজার ধুয়ে ধুয়ে পানি খাবেন নাকি। একটিভ থাকেন ভালো কিছু জানতে পারবেন শিখতে পারবেন।