Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Crypto Library
on 25/04/2025, 17:24:47 UTC
কি বলেন ভাই, আমাদের কমিউনিটিতে রাজাকারের কোন অভাব নাই। আপনি চিন্তা করেন একজন আরেকজনের থেকে আগায় যাবে সেই চিন্তা করে মেরিট পর্যন্ত দেয় না, ভালো কোন পোস্টে মেরিট দেয় না, কিন্তু নিজেরা নিজেরা আবার নিজেদের অ্যাকাউন্টের মধ্যে মেরিট ট্রান্সফার করে। যাদের ভেতরে হিংসা আছে তারা চাইলে অনেক কিছুই করতে পারে। আর যদি টাকার অনেক লোক থাকে, তাইলে তো আরো বেশি করতে পারে। আমাদের কমিউনিটির একজন মেম্বারকে যদি ৫০০ ডলার দিয়ে বলা হয় যে তুমি অমুকের বিরুদ্ধে একটা এলেগেশন লাগায়া দেও, আমার মনে হয় সে রাজি হয়ে যেতে পারে। রাজাকারের অভাব বাংলাদেশে কোন দিনই ছিল না, আর ভবিষ্যতেও কোনদিন রাজাকারের অভাব হবে না। কিন্তু কষ্টের ব্যাপার হলো সেই রাজাকার আপনি চিনতে পারবেন না বা ধরতেও পারবেন না।
কথা খারাপ বলেননি যে, এখানে এমন অনেক লোক আছে যে টাকার জন্য কি হিংসা থেকে অনেকের পেছনে অনেকের লেগে যায়। আর ব্যক্তিগতভাবে আমি এমনও মানুষজন দেখেছি যে সাথে খেয়ে, সাথে পড়ে, জাস্ট একটা সিলি ঘটনার জন্য আরেকজনের বিশাল বড় ক্ষতি করার চেষ্টা করেছে। এটা ভাই আমার রিয়েল লাইফের এক্সপেরিয়েন্স কথা বললাম, আমার এক ঘনিষ্ঠ বন্ধুর সাথে ঘটে যাওয়া ঘটনা।

তাছাড়াও এর আগে এই ফোরামে বাঙ্গালীদের করা ঘটনা এবং কিছু কাহিনী কিছু পার্সন এর থেকে শুনেছি তাই ভাই আপনার কথা আমি ফেলে দিতে পারব না যে এই ফোরামে বা এই লোকাল বোর্ডে রাজাকার আসলে নাই।


CL, হায়ার না করার বিষয়ে যা বল্লেন সেটাই আসি, আপনি একটা লজিক্যাল পয়েন্ট দেখান যার ভিত্তিতে আমি আপনি বা যেকোনো নিউবি বলতে পারে রয়েস লোকাল মেম্বার! অবশ্যই দেখাতে পারবেন না। তাহলে কিসের উপর ভিত্তি করে তিনি এগুলো বললেন? কেউ বলতে বলছে এজন্য? আমি যা জানি না তা বলতে যাবো কেনো! আর যদি যেনে থাকি তাহলে অবশ্যই কারো কাছ থেকে তথ্যটা পেয়েছি। বাট এখানে কোনো সোর্সই নাই।
শিশির ভাইয়ের সাথে আমি একমত। ফোরামে অনেক পলিটিক্স চলে। ইন্টারন্যালি অনেক কিছু ঘটে যা সম্পর্কে আপনার আমার মতো মেম্বাররা অবগত না।
লজিক ভাই আমার কাছেও নাই। এইভাবে চিন্তা করলে তো আরেক  প্যাচ লাইগা যাইবো যেমন- একাউন্টটি হচ্ছে লোয়ার রাঙ্ক , অ্যাক্টিভিটি কম, তার মানে ফোরামে কম সময় দিয়েছে।
আর এইদিকে আমরা ফোরামে বছরের অধিক সময় কাটানোর পর এত এনালাইসিস করা শিখেছি যে কোন ম্যানেজার কোন কোন মেম্বারদের, নিচ্ছে এবং তারা কোন কোন লোকাল বোর্ডের এটাও তারপরে বের করা শিখেছি। বা কোন ম্যানেজার কোন লোকাল বোর্ড থেকে এসেছে এটা জানতে পেরেছি।
যদি তাকে নাও হায়ার করেও থাকে,কোন  গেস করার জন্য হলেও তাকে এটলিস্ট এক্সপেরিয়েন্স থাকতে হবে, পরিবেশ আমার কাছে অনেকটা এরকম যে ওই মেম্বারের একাউন্টটি  সম্ভবত অল্ট অ্যাকাউন্ট।

আর রইজের ক্ষেত্রে আমি সে কোন দেশের এটা চিহ্ন পাই নাই। আর সে তার প্রাইভেসিকে প্রাধান্য দিয়েছে এর জন্য কখনো তাকে জিজ্ঞাসা করতে যাই নাই।
আর যারা এটা নিয়ে ঘাটাঘাটি করে তাদেরকেও সমর্থন করি না।
তাই এরপরে অন্তত আমাদের লোকাল বোর্ডের মেম্বারদের কে বলব কারো সম্পর্কে কিছু বলার আগে সব সময় ১০০% সিওর হয়ে তারপরে বলবেন।