Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Bd officer
on 30/04/2025, 01:42:31 UTC
আমি কাউকে সাজেশনও করবো না বর্তমানে এই সময়ে ইনভেস্টমেন্টে যাওয়ার জন্য। বেশি করে আপনারে বলবো আর যদি মারা না খাইতে চান তাইলে altcoin এ DCA বলেন অথবা বড় কোনো ইনভেস্টমেন্ট বলেন কোনটাই কইরেন না। 
আসলে ভাই কেউ মারা না খাইলে বুঝতে পারবে না যে অল্টকয়েন খুবই ঝুকিপূর্ণ। আমি কয়েকবার কিছু কিছু অল্টকয়েনে বিনিয়োগ করা মারা খেয়ে বসে আছি, এখনো কয়েকটা কয়েনে ৮০-৯০% করে ডাম্পিং হয়ে রয়েছে৷ তাই আপাতত আমি অল্টকয়েনের নাম শুনতে পারি না, আর একটা বিষয়ে বুঝি না আমি যে কয়েনে সিলেক্ট করি সেটাই ডাম্পিং হয়ে যায়, মানে ডাম্পিং শুধু আমার পিছনে লেগে থাকে। তাই এখন বিটকয়েন ছাড়া কোনটাই বিশ্বস্ত মনে করি না, বিটকয়েনে বিনিয়োগ করে রাখলে, আশা করা যায় যে নতুন ATH হবে, কিন্তু অল্টকয়েন ডাম্পিং হলে ভবিষ্যতে ATH হবে কিনা সন্দেহ।

মার্কেট আসলেই কখন কোন পজিশনে যায় কেউ আন্দাজ করতে পারে না। আমার কিছু পরিমাণ ডলারের সমতুল্য বিটকয়েন ছিল এবং ভেবেছিলাম আমি হোল্ডিং করে রাখবো কিন্তু সেটা সম্ভব হয়নি। যখন বিটকয়েন ৭৯k তে চলে গিয়েছিল তখন দুই/একজনের ভবিষ্যতবাণী দেখে ভয়েই বিক্রি করে দিয়েছিলাম। আসলে বিটকয়েন আমার মত ভীতু মানুষের জন্য না। যদি হোল্ডিং করেই দু-এক সপ্তাহ রেখে দেই যদি দেখি মার্কেট কমে গেছে তখন মনের মধ্যে এতটাই ভয় ঢুকে যায় যে হয়তো বিটকয়েন এই বুঝি চিরতরে শূন্য হয়ে গেল। এভাবে আমাদের মত হোল্ডারদের দিয়ে হবে না এবং আমাদের জন্য বিটকয়েন নয়। যা হোক আপনাদের মত স্থিতিশীল মানুষদের জন্যই বিটকয়েন।
ভাই এভাবে নেগেটিভ চিন্তাভাবনা করলে তো হবে না, ইতিবাচক চিন্তা করতে হবে। আপনি ৭৯k তে বিটকয়েন বিক্রি করেছেন, আজকেই দেখেন $৯৪k প্লাস রয়েছে। কিছু লোক আছে শুধু বিনিয়োগকারীদের হতাশ করার জন্য ভুল ভবিষ্যৎবাণী করে থাকেন, তাই আমি ব্যাক্তিগতভাবে বিটকয়েন সম্পর্কে কারো প্রেডিকশন বিশ্বাস করি না। মনে রাখবেন কেউ বিটকয়েন সম্পর্কে সঠিকভাবে ভবিষ্যৎবানী করতে পারবেন না। দেখেন কয়েকদিনের ব্যবধানে অনেক বেড়েছে, যেহেতু বিটকয়েন তাই আমি এতটা আতঙ্কিত ছিলাম না। যাইহোক, মার্কেট আবারো ভালো অবস্থানে এসেছে, এখন আবারো একটি নতুন ATH দেখার আশা করি।