snip...
আমি আপনাদের মধ্যে একজন অনভিজ্ঞ সদস্য। আমার কথায় যদি ভুল হয়, তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখে সঠিক পথ দেখাবেন ।
আপনি কি গুগল ট্রান্সলেট মারছেন নাকি? আপনার কথা বার্তা এমন লাগে কেন? রোবট রোবট?
ভাই আপনি রোবট রোবট? বলতে কি বুঝাতে চাচ্ছেন?একটু বিস্তারিত বললে ভালো হয়। আমি অভ্র ব্যবহার করি আর আমি আমার আঞ্চলিক ভাষা ব্যবহার না করে বইয়ে ভাষা ব্যবহার করে লেখার চেষ্টা করেছি। আমার মনে হয় না আমার লেখায় তেমন কোনো রোবট শব্দ ব্যবহার হয়েছে।
তবে, আপনার মতে রোবট রোবট? বলার কারণ কি ? আমি কি অভ্র বা গুগল ট্রান্সলেট ব্যবহার করতে পারি না ? অভ্র বা গুগল ট্রান্সলেট ব্যবহার করলে আমার লিখতে সুবিধা মনে হয়।