এটা ঠিক বলেছেন, আমাদের বাংলা বোর্ড এর ও অনেক দক্ষ লোক আছে, এইসব কারনে তারা আমাদের এখানে সময় ই দেয় না বর্তমানে। আর সময় দিবেই বা কেনো, যতসব বস্তাপচা আলাপ নিয়ে পড়ে থাকা হয়। তবে এখন মনে হচ্ছে অনেক টা উন্নতি হচ্ছে৷ ইদানিং দেখছি ফাও পেচাল গুলো কম হচ্ছে + অযথা কথা হচ্ছে না৷ এটার একটা খারাপ দিক ও আছে, এক্টিভিটি কমে যাচ্ছে। আশা করছি সবাই আগের মতো এক্টিভ হবে৷
আমাদের Shishir99 ভাই যে কাজ টা করছে, মনে হয় আগামি ১,২মাস এগুলা নিয়ে আর কোনো কথা হবে। আমিও চেষ্টা করব এখন থেকে সময় দেয়ার।
ভাই আমি একটা জিনিসে বিশ্বাস করি যে কোয়ান্টিটি এর চাইতে কোয়ালিটি বেশি ম্যাটার করে এর জন্য দেখতে পারবেন যে আমার অনেকগুলো এমন মাসের একটিভিটি রিপোর্টের মধ্যে আমি বলেছি কোয়ান্টিটি ভালো থাকার পাশাপাশি কোয়ালিটিও ভালো রাখতে হবে।
যাইহোক Shishir99 যা করছে ভালই করছে তা না হলে কয়দিন পরে আবার সেইসব একাউন্ট ফার্মিং এর ট্যাগ খেয়ে যেত এখন যদি তারা সতর্ক হয়ে যায় হয়তো বা কোন ট্যাগ খাবে না।
কিন্তু আমাদের মনে রাখতে হবে বিষয়গুলা যেন একবারের জন্য বন্ধ হয় এক দুই মাস থেমে আবার পরবর্তীতে নতুন নিয়মে একই কাজ কে ফিরিয়ে আনা হলে যেই লাউ সেই কদুই হবে।
আসসালামু ওয়ালাইকুম বাংলাভাষী। আশা করি সবাই ভালো আছেন।
আমরা হয়তো অনেকেই ট্রাস্ট ওয়ালেট ব্যাবহার করি। আমিও একজন ট্রাস্ট ওয়ালেট ব্যাবহারকারী। যদিও আমার ওয়েলেটে মূল্যবান কোনো কয়েন মজুদ নেই। কিন্তু এটি খুবই চিন্তার বিষয় যে আমি আমার একাউন্ট রিকোভারি করার জন্য "বীজ বাক্যঅংশ" হারিয়ে ফেলেছি। আমি এখনো ওয়ালেটের এক্সেস হারাইনি এবং ওয়ালেটে প্রবেশ করতে পারি। কিন্তু যদি কোনদিন আমার ফোন থেকে ওয়ালেট ডিলেট হয়ে যায় এবং ওয়ালেট রিকোভারি করতে হয় তাহলে আমি সমস্যায় পড়বো।
আমার প্রশ্ন হচ্ছে , ওয়ালেট থেকে কি রিকোভারি বাক্যঅংশ আমি পুনরায় বের করতে পারবো ? যদি বের করতে পারি তাহলে সেটি কিভাবে ? নাকি আমার এই ওয়ালেট বাদ দিয়ে পুনরায় আরো একটি ওয়ালেট খুলে সেটির বাক্যঅংশ সংরক্ষণ করা উচিত ? দয়া করে কেউ সাহায্য করবেন।
আপনার ভাগ্য ভালো এখনো ওয়ালেটের এক্সেস আপনার নিকট আছে। যেহেতু এক্সেস আছে তাই আপনি প্রাইভেট ফ্রেস কি গুলো পুনরুদ্ধার করতে পারবেন।
যেহেতু এটা তেমন কোন কঠিন কাজ না তাই এখানে আর বিস্তারিত বাংলায় পোস্ট বড় করলাম না।
আপনি
এই ওয়েবসাইটটি থেকে শুধু স্ক্রিনশটগুলো দেখে দেখে চাইলেই রিকভারি করে নিতে পারবেন। আর তারপরও যদি কোন সমস্যা থাকে আমাকে নক করতে পারেন বা এখানেই জিজ্ঞাসা করতে পারেন।